Sunday, November 24, 2024
Homeরাজ্যকলকাতাMinister Partha Chatterjee on Industrial Budget ডেস্টিনেশন বেঙ্গল! কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই...

Minister Partha Chatterjee on Industrial Budget ডেস্টিনেশন বেঙ্গল! কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই রাজ্য সরকারের লক্ষ্য : শিল্পমন্ত্রী

কৌশিক দাস, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Industries Minister Partha Chatterjee on Industrial Budget পশ্চিমবঙ্গ শিল্পায়নের প্রচুর সম্ভাবনা রয়েছে। শিল্পায়নের মাধ্যমে রাজ্যে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই রাজ্য সরকারের লক্ষ্য। আর সেদিকে তাকিয়েই রাজ্যের শিল্প দফতরের বাজেট প্রস্তাব তৈরি করা হয়েছে বলে বিধানসভায় জানালেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

রাজ্য বিধানসভায় শিল্প দফতরের বাজেট প্রস্তাবের ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে শিল্পমন্ত্রী বলেন, ‘আমাদের বক্তব্য পরিষ্কার। আমাদের যে অভিমুখ মমতা বন্দোপাধ্যায় তৈরি করেছেন, ডেস্টিনেশন বেঙ্গল। তার প্রেক্ষাপটে এই বাজেট করা হয়েছে। আগামী মাসেই রয়েছে রাজ্যের গ্লোবাল বিজনেস সামিট। সেখান থেকে রাজ্যের বিপুল শিল্প সম্ভাবনার কথা তৈরি হতে পারে বলে মনে করছে রাজ্য সরকার।’ Industries Minister Partha Chatterjee on Industrial Budget

শিল্পমন্ত্রী আরও বলেন, ‘আমাদের অনেকদিনের ইচ্ছা একটা বন্দর তৈরি করব। সেই লক্ষ্যে এবার তাজপুর নিয়ে টেন্ডার ডাকা হয়েছে। এই বন্দরের কাজ শুরু হলে কর্মসংস্থানের চেহারা বদলে যাবে। পাশাপাশি দেউচা পাচামিতেও দেখা হচ্ছে, সেখানে সরকার প্যাকেজ ঘোষণা করেছে। বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করে শিল্পায়নের সম্ভাবনা আরও তৈরি করা সম্ভব হবে।’ Industries Minister Partha Chatterjee on Industrial Budget

শিল্প বাজেট নিয়ে আলোচনার সময় বিধানসভায় উপস্থিত ছিলেন না বিরোধীরা। বিরোধীশূন্য বিধানসভায় বাজেট পেশ করেন পার্থ চট্টোপাধ্যায়। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘বিরোধীরা রাজ্যপালকে গিয়ে বলবে হিসাব দাও। আবার শিল্প বাজেটে অনুপস্থিত থাকবে। এঁরা বাংলার মানুষ ও বিশেষত তরুণদের কাছে কী বার্তা দিচ্ছেন? যখন দেখি বিরোধীপক্ষ বিধানসভায় এসে বাজেটে যোগ দিচ্ছেন না। তখন আমাদের বক্তব্যের ধার কমে যায়।’

Industries Minister Partha Chatterjee on Industrial Budget

আরও পড়ুন : LPG Cylinder Blast in Malda আচমকাই রান্নাঘরে বিস্ফোরণ কালিয়াচকে, সিলিন্ডার বিস্ফোরণ বলে দাবি পরিবারের, মৃত শিশু

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular