পার্থ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর, ইন্ডিয়া নিউজ বাংলা: Student Dies in Road Accident পথ দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যুকে ঘিরে চরম উত্তেজনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা গোপসাই এলাকায়। জনতার তাড়া খেয়ে পালাল পুলিশ। রাজ্য সড়ক অবরোধের জেরে চরম উত্তেজনা এলাকায়। স্থানীয়দের অভিযোগ স্কুলছাত্রের মৃত্যুর মূলত কারণ স্কুলশিক্ষকদের গাফিলতি ও পুলিশি নিষ্ক্রিয়তার।
জানা যায়, এদিন দুপুর নাগাদ স্কুল চলাকালীন হঠাৎ স্কুলের প্রথম শ্রেণির ছাত্র শুভজিৎ স্কুলের বাইরে বেরিয়ে আসে। স্কুলের পাশেই রাজ্য সড়ক। আর সেই রাজ্য সড়ক দিয়ে দ্রুত বেগে যাচ্ছিল বালিবোঝাই ট্রাক। সেই ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে শুভজিতের। এর জেরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন। তাঁদের দাবি, গুরুত্বপূর্ণ এলাকা রাজ্য সড়কের ধারে স্কুল কিন্তু ছিল না কোনও বাম্পার বা পুলিশি ব্যারিকেড। আর এর ফলেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই ছাত্রের। ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ হঠাৎই তুলে নিয়ে চলে যায়। আর এতেই দেখা দেয় চরম ক্ষোভ। রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে চলছে অবরোধ। জনতার তাড়া খেয়ে পালাল পুলিশ। এলাকার মানুষদের অভিযোগে ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে পুলিশ। Student Dies in Road Accident
এদিকে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকায় বিক্ষোভকারীদের হাতে আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী-সহ এক শিক্ষিকা। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী-সহ কয়েকটি থানার পুলিশ আধিকারিকরা।
Student Dies in Road Accident
————
Published by Subhasish Mandal