শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Free Ration Scheme Extended by Yogi Adityanath’s cabinet দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বড় সিদ্ধান্ত নিলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের ১৫ কোটি মানুষের জন্য বিনামূল্যে রেশন প্রকল্পকে আরও তিন মাসের জন্য বাড়িয়ে দিলেন তিনি। এরফলে রাজ্যের কোষাগার থেকে ৩ হাজার ২৭০ কোটি টাকা খরচ হবে। সংবাদ সংস্থা এএনআই মুখ্যমন্ত্রীর বক্তব্য উল্লেখ করে জানিয়েছে, “আজ মন্ত্রিসভার বৈঠকে, আমরা আগামী তিন মাসের জন্য বিনামূল্যে রেশন স্কিম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এতে রাজ্যের ১৫ কোটি মানুষ উপকৃত হবে।”
लोक भवन, लखनऊ में आयोजित प्रेस-वार्ता में… https://t.co/AxsDcvjS5t
— Yogi Adityanath (@myogiadityanath) March 26, 2022
কোভিড মহামারী চলাকালীন শুরু হওয়া বিনামূল্যের রেশন প্রকল্পের এই মেয়াদটি মার্চে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সদ্য সমাপ্ত উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিনামূল্যে রেশন কর্মসূচিটি চালু রাখার কথা ঘোষণা করা হয়েছিল। দ্বিতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হয়ে সেই প্রতিশ্রুতি বহাল রাখলেন যোগী আদিত্যনাথ।
Free Ration Scheme Extended by Yogi Adityanath’s cabinet
————
Published by Subhasish Mandal