শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: AAP is going to increase power in Rajya Sabha রাজ্যসভায় নিজেদের আসন সংখ্যা বাড়াতে চলেছে আম আদমি পার্টি (AAP)। এবার রাজ্যসভার আসন্ন নির্বাচনে উচ্চকক্ষে সাংসদ সংখ্যা তিন থেকে বাড়িয়ে আটে করতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। সাম্প্রতিক পঞ্জাব বিধানসভা নির্বাচনে ১১৭টি আসনের মধ্যে ৯২টি আসনে জয়লাভ করেছে আপ।
এদিকে পঞ্জাবে বিশাল জয়ের পরেই কেজরিওয়ালের দল ঠিক করে ফেলেছেন এবার রাজ্যসভায় আপের প্রতিনিধি হিসাবে পাঠানো হবে প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং, আইআইটি অধ্যাপক সন্দীপ পাঠক, শিক্ষাবিদ অশোককুমার মিত্তল এবং দিল্লির বিধায়ক রাঘব চাড্ডাকে। রাজ্যসভার পাঁচটি আসন খালি হবে ৯ এপ্রিল। আগামী ৩১ মার্চ নির্বাচনের জন্য আজই নাম জমা দিতে চলেছে আপ। AAP is going to increase power in Rajya Sabha
প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং পঞ্জাবের অনেক জনহিতকর ইভেন্টের সাথে যুক্ত রয়েছেন। পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জনবিদিত। তবে মাঝে পঞ্জাব কংগ্রেসের সভাপতি (বর্তমানে অপসারিত) নভজ্যোত সিং সিধুর সঙ্গে সখ্যতায় অনেকেই ভেবেছিলেন কংগ্রেসে যোগ দেবেন হরভজন।
অন্যদিকে আম আদমি পার্টির দিল্লির বিধায়ক এবং জাতীয় মুখপাত্র রাঘব চাড্ডা এবং প্রাক্তন আইআইটি-দিল্লির শিক্ষক ড. সন্দীপ পাঠককে সীমান্ত রাজ্য থেকে রাজ্যসভায় মনোনীত করার সিদ্ধান্ত নিয়ে চমক দিয়েছেন কেজরিওয়াল। আইআইটি-দিল্লির প্রাক্তন সহ-অধ্যাপক ড. সন্দীপ পাঠক বহু বছর ধরে আপের রণনীতি তৈরি করে চলেছেন এবং পঞ্জাবে ২০২২-এর জয়ের অন্যতম কাণ্ডারী তিনি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা পাঠক দলের প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সুপরিচিত ‘ব্যাকরুম বয়’ বলেই পরিচিত আপে। পাশাপাশি রাজ্যের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর অশোক কুমার মিত্তালকেও সরাসরি রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়ে চমক দিয়েছেন কেজরিওয়াল। AAP is going to increase power in Rajya Sabha
I agree 100%. Dr Sandeep Pathak carries an impeccable reputation of managing 2020 elections in Delhi & 2022 elections in Punjab.
Very grounded, sensible and methodical.CM Arvind Kejriwal’s find. https://t.co/YW46pheLaz
— Saurabh Bharadwaj (@Saurabh_MLAgk) March 21, 2022
এদিকে আপ নেতা এবং গ্রেটার কৈলশের বিধায়ক সৌরভ ভরদ্বাজ একটি টুইটে বলেছেন, ‘ড. সন্দীপ পাঠক দিল্লিতে ২০২০ এবং পঞ্জাবের ২০২২ সালের নির্বাচন পরিচালনা করার জন্য অনবদ্য খ্যাতিলাভ করেছেন। খুব বুনিয়াদী, বিচক্ষণ এবং পদ্ধতিগত ব্যক্তি। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দারুণ খোঁজ।’
AAP is going to increase power in Rajya Sabha
————
Published by Subhasish Mandal