Sunday, November 24, 2024
Homeরাজ্যজলপাইগুড়িCobra Snake Rescue লেপ গায়ে দিতে গিয়ে বিপত্তি, ভেতরে গোখরো সাপ দেখে...

Cobra Snake Rescue লেপ গায়ে দিতে গিয়ে বিপত্তি, ভেতরে গোখরো সাপ দেখে কালঘাম ছুটল ষাটোর্ধ্ব ব্যক্তির

সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা : Cobra Snake Rescue উত্তরবঙ্গের দার্জিলিং লাগোয়া জেলাগুলিতে এখনও শীতের প্রকোপ রয়ে গেছে। তাই প্রতিদিনের অভ্যাস অনুয়ায়ী জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সারিয়াম গ্রামের ষাটোর্ধ্ব বাসিন্দা প্রাণেশচন্দ্র দেবনাথ রাতের খাওয়া সেরে বিছানায় শুয়ে ঘুমানোর তোড়জোড় করছেন। ঘড়িতে তখন রাত প্রায় বারোটা। লেপ টেনে গায়ে জড়ানোর মুহূর্তে হাতে একটু ঠান্ডা অনুভব করেন। সাথে সাথে ফোঁস ফোঁস শব্দ শুনে মোবাইলের আলো জ্বালতেই চক্ষু চড়কগাছ হয়ে শরীর দিয়ে কালঘাম বের হতে থাকে প্রাণেশবাবুর।

প্রাণেশবাবু দেখতে পান লেপের ভেতর রয়েছে একটি গোখরো সাপ। এরপর তিনি ফের লেপটিকে পেচিয়ে দিয়ে এক লাফে খাট থেকে নীচে নামেন। মাঝরাতে বয়স্ক মানুষের চিৎকার শুনে চলে আসেন প্রতিবেশীরা। খবর যায় ‘গ্রিন জলপাইগুড়ি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে। খবর পেয়েই রাতে প্রাণেশবাবুর বাড়িতে হাজির হন ‘গ্রিন জলপাইগুড়ি’র সাধারণ সম্পাদক অঙ্কুর দাস। এরপর কিছুক্ষণের চেষ্টায় সাপটিকে ধরেন তিনি।

‘গ্রিন জলপাইগুড়ি’র সম্পাদক অংকুর দাস বলেন, ‘রাত বারোটায় আমাদের হেল্প লাইন নম্বরে তালমা নবীন সংঘ ক্লাব ও পাঠাগারের সম্পাদক ফোন করে সাপটিকে উদ্ধার করার জন্য অনুরোধ করেন। আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাই এবং বিষধর গোখরো সাপটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দিয়েছি। পাশাপাশি এলাকায় সচেতনতা প্রচার করে বলেছি এই সময় সাপের আনাগোনা শুরু হচ্ছে। সবাই একটু সাবধানে থাকবেন। সাপ আমাদের শত্রু না কিন্তু আমাদের অসাবধানতাবশত সাপ আমাদের শত্রু হয়ে যায়। সাপ ঘরে ঢুকলে বন দফতর বা পরিবেশপ্রেমীদের খবর দিন‌। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাপকে বাঁচিয়ে রাখা জরুরি।’

Cobra Snake Rescue

আরও পড়ুন : Birth of five Royal Bengal Tigers Cubs শিলিগুড়িতে পাঁচ সন্তানের জন্ম দিল শিলা, বেঙ্গল সাফারি পার্কে খুশির হাওয়া

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular