ইন্ডিয়া নিউজ বাংলা, লখনউ : Uncle-Nephew saved Life by Jumping on Fire due to Short Circuit দিল্লি-দেরাদুন হাইওয়ের খানুপুর গ্রামের কাছে মিরাট থেকে মুজাফফরনগরগামী গাড়িতে শর্ট সার্কিট। গাড়িতে থাকা কাকা-ভাইপো কোনওমতে লাফ দিয়ে প্রাণ বাঁচান। খবর পেয়ে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
গাড়ি আরোহীরা মুজাফফরনগর যাচ্ছিলেন Uncle-Nephew saved Life by Jumping on Fire due to Short Circuit
দিল্লির রোহিনীর বাসিন্দা প্রমোদ কুমারের ছেলে মঙ্গল জানিয়েছেন যে তিনি ও তাঁর কাকা ভারত ভূষণের সাথে একটি গাড়িতে করে মুজাফফরনগর যাচ্ছিলেন পিসির বাড়িতে। রাত ৮.৩০ নাগাদ জাতীয় সড়কের খানুপুর গ্রামের কাছে পৌঁছতেই গাড়ির বনেট থেকে ধোঁয়া বের হতে দেখেন তিনি। সঙ্গে সঙ্গে একপাশে গাড়ি থামিয়ে নেমে পড়েন। এ সময় হঠাৎই গাড়িটিতে আগুন ধরে যায়।
মহাসড়ক দিয়ে যাওয়া চালকরা পুলিশকে খবর দেন Uncle-Nephew saved Life by Jumping on Fire due to Short Circuit
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুশীল কুমার সাইনি জানান, গাড়ির চালক ছিলেন কাকা। দুজনেই নিরাপদে আছেন। গাড়িতে সিএনজি কিট লাগানো আছে। শর্ট সার্কিট থেকে গাড়িতে আগুন লাগে।
Uncle-Nephew saved Life by Jumping on Fire due to Short Circuit
Published by Subhasish Mandal