Sunday, October 6, 2024
Homeরাজ্যকোচবিহারMadhyamik Examination 2022 at Cooch Behar হাসপাতালের বেডে শুয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে...

Madhyamik Examination 2022 at Cooch Behar হাসপাতালের বেডে শুয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে রুবিনা পারভিন

অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা: Madhyamik Examination 2022 at Cooch Behar হাসপাতালের বেডে শুয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে রুবিনা পারভিন। দিনহাটা গীতালদহ হাই স্কুলের ছাত্রী রুবিনা। গত শুক্রবার সন্তান প্রসব করে সে। অসুস্থ থাকায় হাসপাতালের বেডে শুয়ে পরীক্ষার ব্যবস্থা করে মধ্যশিক্ষা পর্ষদ। তাঁর স্বামী জানান অস্ত্রোপচারের পর স্ত্রীর সন্তান প্রসব হয়। অসুস্থ থাকায় স্কুল কর্তৃপক্ষের কাছে হাসপাতালে যেন পরীক্ষা দিতে পারে তারজন্য আবেদন করি। অবশেষে মধ্যশিক্ষা পর্ষদ হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করে। তবে অসুস্থ থাকায় লেখার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। যদি রাইটারের ব্যবস্থা হত তাহলে ভালো হত। আগামী পরীক্ষাগুলি আরও বেশি ভালো করে দিতে পারতে।

Madhyamik Examination 2022 at Cooch Behar

আরও পড়ুন: Madhyamik Examination 2022 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় অ্যাডমিট কার্ড পেয়ে মাধ্যমিকে বসল মির্জানা খাতুন

Published by Subhasish Mandal 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular