ইন্ডিয়া নিউজ বাংলা, রামাল্লা : Indian Ambassador To Palestine Passes Away প্যালেস্তাইনে ভারতের রাষ্ট্রদূত মুকুল আর্য প্রয়াত হয়েছেন। সেখানে ভারতীয় দূতাবাসেই তাঁর দেহ পাওয়া যায়। স্থানীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। প্যালেস্তাইনের বিদেশমন্ত্রক জানিয়েছে, ভারতীয় রাষ্ট্রদূত মুকুল আর্য রামাল্লায় তাঁর কর্মস্থলেই মারা গেছেন। মরদেহ দেশে পাঠানোর জন্য ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শোক প্রকাশ করেছেন Indian Ambassador To Palestine Passes Away
Deeply shocked to learn about the passing away of India’s Representative at Ramallah, Shri Mukul Arya.
He was a bright and talented officer with so much before him. My heart goes out to his family and loved ones.
Om Shanti.— Dr. S. Jaishankar (@DrSJaishankar) March 6, 2022
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মুকুল আর্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। টুইটে তিনি জানিয়েছেন, ‘রামাল্লায় ভারতীয় রাষ্ট্রদূতের মৃত্যুর খবর পেয়ে গভীরভাবে দুঃখিত। মুকুল আর্য ছিলেন একজন মেধাবী ও উজ্জ্বল অফিসার। তাঁর পথচলা এখনও অনেক বাকি ছিল। ওম শান্তি।’
মুকুল আর্যের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা: টিএস তিরুমূর্তি Indian Ambassador To Palestine Passes Away
This is truly shocking. A wonderful colleague snatched away so young. My deepest condolences to his family. ? https://t.co/tad1jjHaaW
— PR/Amb T S Tirumurti (@ambtstirumurti) March 6, 2022
রাষ্ট্রসংঘে ভারতের রাষ্ট্রদূত টিএস তিরুমূর্তিও রাষ্ট্রদূত মুকুল আর্যের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। টুইটে তিনি জানিয়েছেন, ‘এটা খুবই দুঃখজনক যে ঈশ্বর এত অল্প বয়সে আমাদের সহকর্মীকে নিয়ে গেছেন। সত্যিই একটি মর্মান্তিক ঘটনা। মুকুলের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’
Indian Ambassador To Palestine Passes Away
আরও পড়ুন : UP Assembly Election 2022 7th Phase Voting উত্তরপ্রদেশে সপ্তম ও শেষ ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে
———–
Published by Subhasish Mandal