সাম্যজিৎ ঘোষ, ইন্ডিয়া নিউজ বাংলা: ডেনমার্কের বিরুদ্ধে ডেভিস কাপে ঘাসের কোর্টে খেলা ভারতীয় দলের। ঘাসের কোর্ট সুবিধাজনক কারণ, ঘরের মাঠের সুবিধা বরাবরই নিতে হয়, সেটাই নিয়ম।
যদিও নিজে ঘাসের অতটা সাবলীল নন। তার পছন্দের হচ্ছে হার্ডকোর্ট। এ মুহূর্তে ভারতের এক নম্বর খেলোয়াড় মনে করছেন ডেনমার্কের বিরুদ্ধে লড়াই ভালোই জমবে। দিল্লি জিমখানা ক্লাবে ভারতীয় দলের প্রস্তুতি শেষ পর্যায়ে। দীর্ঘদিন পর দেশের মাটিতে ডেভিস কাপে ভালো পারফর্মেন্স করতে মরিয়া প্রজ্ঞেশ।
Davis Cup 2022: Prajnesh Confident of win
গত দেড় বছর কোভিডের জন্য সেই ভাবে টেনিস খেলতে পারেননি। তবে এই মরসুমে নিজেকে প্রমাণ করতে মরিয়া এই বাঁহাতি খেলোয়াড়। ডেনমার্কের বেশিরভাগ খেলোয়াড় অচেনা তবে জয়ের ব্যাপারে আশাবাদী।
ভারত এর আগে তিনবার ডেভিস কাপের ফাইনাল খেলেছে। ১৯৬৬,১৯৭৪ এবং ১৯৮৭তে।
বহুদিন পর ডেভিস কাপ দেশের মাটিতে হচ্ছে, তাই তিনি আশা করছেন বহু দর্শক মাঠে এসে তাদের উৎসাহ দেবে।
Published by Samyajit Ghosh