Monday, September 16, 2024
HomeদেশOperation Ganga : ইউক্রেনে আটক ভারতীয়দের উদ্ধারে কেন্দ্রের বিশেষ অভিযান অপারেশন গঙ্গা,...

Operation Ganga : ইউক্রেনে আটক ভারতীয়দের উদ্ধারে কেন্দ্রের বিশেষ অভিযান অপারেশন গঙ্গা, রোমানিয়া থেকে ভারতীয়দের উদ্ধারে মন্ত্রী ভি কে সিং

ইন্ডিয়া নিউজ বাংলা

Operation Ganga

নয়াদিল্লী : যুদ্ধের মধ্যে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার  জন্য সরকার অপারেশন গঙ্গা পরিচালনা করছে। এই অভিযানের জন্য বেশ কয়েকটি ফ্লাইট ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রের দুই ডজনেরও বেশি মন্ত্রী পুরো বিষয়টি পরিচালনার দায়িত্ব পালন করছেন।কেন্দ্র সরকার ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের সরিয়ে নেওয়ার পরিকল্পনা দ্রূত করার সিদ্ধান্ত নিয়েছে।

সরকার আরও বেশি সংখ্যক ভারতীয়কে ফিরিয়ে আনতে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে। বলা হচ্ছে, ১০ মার্চের মধ্যে প্রায় ৮০ টি ফ্লাইট মিশনে অন্তর্ভুক্ত হবে। এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, স্পাইস জেট, ভিস্তারা, গো এয়ার এবং এয়ার ফোর্সের বিমান অপারেশন গঙ্গায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গেছে। কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং রোমানিয়ায় উদ্ধারে তদারকি করছেন। আটকে থাকা ভারতীয় দেশে ফেরার আনন্দ প্রকাশ করছেন। সেই ছবি ধরা আপনারা দেখছেন।

 আটক ভারতীয়দের  উদ্ধারে বিশেষ পরিক্লপনা Operation Ganga

রোমানিয়ার রাজধানী বুখারেস্টে ৩৫টি ফ্লাইট উদ্ধার করার পরিকল্পনা করা হয়েছে। যার মধ্যে এয়ার ইন্ডিয়ার ১৪টি, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আটটি, ইন্ডিগোর সাতটি, স্পাইসজেটের একটি, ভিস্তারার তিনটি এবং ভারতীয় বায়ুসেনার দুটি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে। একই সময়ে, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে মোট ২৮টি ফ্লাইট যাত্রা করবে। এই ২৮টি ফ্লাইটের মধ্যে ১৫টি গো এয়ারের, নয়টি ইন্ডিগোর, দুটি এয়ার ইন্ডিয়ার, একটি ভারতীয় বিমান বাহিনীর এবং একটি স্পাইসজেটের। পোল্যান্ডের রেজেজো থেকে মোট নয়টি ফ্লাইট নির্ধারিত রয়েছে, যার মধ্যে ইন্ডিগোর আটটি এবং ভারতীয় বিমান বাহিনীর একটি। পাঁচটি ফ্লাইট রোমানিয়ার সুসেভা থেকে এবং তিনটি ফ্লাইট স্লোভাকিয়ার কোসিসিয়া থেকে যাত্রা করবে।  বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে জানিয়ে বৃহস্পতিবার ১৮ টি উড়ান আটকে থাকা ভারতীয়দের নিয়ে আসা হয়েছে।

Operation Ganga

Publish by Monirul Hossain

আর ও পড়ুন : Life Story Of Vladimir Putin : ‘পুতিন’-এর জীবন ‘রহস্যের’ চেয়ে কম নয়

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular