Wednesday, January 15, 2025
Homeরাজ্যMunicipal Election Result Live Update রাজ্যের ১০৮টি পুরসভার ভোট গণনা চলছে

Municipal Election Result Live Update রাজ্যের ১০৮টি পুরসভার ভোট গণনা চলছে

Municipal Election Result Live Update

  • কাঁথি পুরসভার ২১টির মধ্যে ১৭টি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস। বিজেপি জয় পেয়েছে ৩টি ওয়ার্ডে। ১টি ওয়ার্ডে নির্দলের। অধিকারী পরিবারের ১৫ নং ওয়ার্ডে ২২৮ ভোটে জয়ী তৃণমূলের তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্য।
  • তাহেরপুর পৌরসভা দখল বামেদের। মোট ১৩টি ওয়ার্ডের মধ্যে সিপিআইএম ৮টি এবং তৃণমূলের দখলে ৫টি।
  • নবদ্বীপ পৌরসভা বিরোধীশূন্য। ২৪টি ওয়ার্ডের মধ্যে ২৪টিতেই জয় তৃণমূলের।
  • জলপাইগুড়ি পৌরসভা মোট আসন ২৫টি। ২২টি পেয়েছে তৃণমূল, ২টি কংগ্রেস, ১টি সিপিএম।
  • ময়নাগুড়ি পৌরসভায় মোট আসন ১৭। তৃণমূল পেয়েছে ১৬টি, নির্দল ১টি।
  • মাল পৌরসভায় মোট আসন ১৫। তৃণমূল পেয়েছে ১৪টি, বিজেপি ১টি।
  • এগরা পুরসভায় তৃণমূলের প্রত্যাবর্তন। মোট ওয়ার্ড ১৪। তৃণমূল- ৭, বিজেপি- ৫, কংগ্রেস- ১, নির্দল- ১।
  • ওল্ড মালদা পুরসভার ফলাফল একনজরে :

  • কৃষ্ণনগর পুরসভার ২৫টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে ১৬টি, কংগ্রেস ৪টি, নির্দল ৪টি এবং বিজেপি ১টি ওয়ার্ড।
  • বালুরঘাট পৌরসভার ২৫টি ওয়ার্ডের মধ্যে ২৩টিতেই জয় তৃণমূলের। ২০ ও ১৭ নং ওয়ার্ড বামফ্রন্টের দখলে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ২২ নং ওয়ার্ডে হার বিজেপির।
  • তাম্রলিপ্ত পুরসভার ২০টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ১৮, বিজেপি ২।
  • কাটোয়া পুরসভায় তৃণমূল ১৫টি, কংগ্রেস ৪টি, নির্দল ১টি।
  • দাঁইহাট পুরসভায় ১৪টি ওয়ার্ডে ১৪টিই তৃণমূল কংগ্রেসের।
  • কালনা পুরসভায় ১৮টি ওয়ার্ডে ১৭টিই তৃণমূলের, ১টি পেয়েছে সিপিএম।
  • মেমারি পুরসভায় ১৬টি ওয়ার্ডে ১৫টি তৃণমূলের, ১টি কংগ্রেসের।
  • বর্ধমান পুরসভায় ৩৫টি ওয়ার্ডে ৩৫টিই তৃণমূল কংগ্রেসের দখলে।
  • গুসকরা পুরসভায় ১৬টি ওয়ার্ডে ১৬টিই তৃণমূল কংগ্রেসের।
মেমারি পৌরসভায় ১৬টির মধ্যে তৃণমূল কংগ্রেস জয়ী ১৫টি ওয়ার্ডে। শুধুমাত্র ৪ নং ওয়ার্ডে জয়ী কংগ্রেস প্রার্থী মিঠু সরকার।

গুসকরা পৌরসভা বিরোধীশূন্য। মোট ১৬টি আসনেই বিজয়ী তৃণমূল কংগ্রেস।
হরিণঘাটা পৌরসভা বিরোধীশূন্য। ১৭ ওয়ার্ডে ১৭টায় জয়ী তৃণমূল।
মাথাভাঙা পৌরসভা নির্বাচনে ১২টি ওয়ার্ডের ফলাফল :
১ নং ওয়ার্ড বিশ্বজিৎ সাহা (তৃণমূল) ১,৭২৯
শুভদীপ মজুমদার (সিপিআইএম) ৯০
প্রদীপ বসাক (বিজেপি) ১৩০
বিজয়ী : বিশ্বজিৎ সাহা
২ নং ওয়ার্ড বিশ্বজিৎ রায় (তৃণমূল) ১,০৫৫
তপন বর্মন (সিপিআইএম)
কংগ্রেস: ৪৩
সুভাষ বর্মন (বিজেপি) ১১৬
বিজয়ী : বিশ্বজিৎ রায়
৩নং ওয়ার্ড প্রবীর সরকার (তৃণমূল) ৮৫৫
সৌমিত্র দাস (রাজু) (সিপিআইএম) ২৮৩
পম্পি ভদ্র (বিজেপি) ১৬২
বিজয়ী : প্রবীর সরকার

৪নং ওয়ার্ড মাধবী চৌধুরী (তৃণমূল) ৪১১
ঝিমি সাহা ( সিপিআইএম) ৫৪
অর্পিতা শীল (বিজেপি) ৫৬
বিজয়ী : মাধবী চৌধুরী
৫নং ওয়ার্ড চন্দ্রশেখর রায় বসুনিয়া (তৃণমূল) ৯০৯
কোকিলা সিংহ (সিপিআইএম) ২২২
মনোরঞ্জন সরকার (বিজেপি) ৩৪
বিজয়ী : চন্দ্রশেখর রায় বসুনিয়া
৬নং ওয়ার্ড লক্ষপতি প্রামাণিক (তৃণমূল) ৭৬৮
দেবাশিস দত্ত (সিপিআইএম) ১০৮
মনোজ ঘোষ (বিজেপি) ৬৪
বিজয়ী : লক্ষপতি প্রামাণিক
৭নং ওয়ার্ড শুভময় সরকার (তৃণমূল) ১,৩২১
মানু অধিকারী (সিপিআইএম) ৩৫
দীলিপ কুমার বিশ্বাস (বিজেপি) ১১৭
বিজয়ী : শুভময় সরকার
৮নং ওয়ার্ড কাকলি ঘোষ (তৃণমূল) বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী
৯নং ওয়ার্ড কবিতা রায় (তৃণমূল) ১,৩৯২
লক্ষ্মী বর্মন (সিপিআইএম) ১৫৩
সুমিত্রা বর্মন (বিজেপি) ৩৬৭
বিজয়ী : কবিতা রায়
১০নং ওয়ার্ড উদয়শংকর চক্রবর্তী (তৃণমূল) বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী
১১নং ওয়ার্ড বীরেন্দ্রনাথ বর্মন (তৃণমূল) ৬১৬
মদন কর (সিপিআইএম) ১১৯
দীলিপ কুমার মণ্ডল (বিজেপি) ২৬৪
বিজয়ী : বীরেন্দ্রনাথ বর্মন
১২নং ওয়ার্ড অঞ্চলিরানি শা (তৃণমূল) ১,৩০৫
সুদীপ্তা ঘোষ (সিপিআইএম) ৫৩
নমিতা সরকার (বিজেপি) ১০২
বিজয়ী : অঞ্চলিরানি শা
শান্তিপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে তৃণমূল জয়ী।
কাঁথিতে জয়ী মৎস্যমন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। এখনও পর্যন্ত ২১টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে ৬টি ওয়ার্ড। ১০ নং ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী তথা বিধায়ক অরূপ দাস।
ফালাকাটা পুরসভা তৃণমূলের দখলে। আলিপুরদুয়ার পুরসভা তৃণমূলের দখলে।
কাঁচড়াপাড়ার ৪৬ নং ওয়ার্ডে জয়ী মুকুল-পুত্র শুভ্রাংশু রায়।
কাঁথি পুরসভার ৬ নং ওয়ার্ডে পরাজিত কাঁথি উত্তরের বিজেপি বিধায়ক সুমিতা সিনহা।
গঙ্গারামপুর পৌরসভায় ১৮টি ওয়ার্ডের ১৮-তেই তৃণমূল জয়ী।
মালদার ইংরেজবাজার পৌরসভা তৃণমূলের দখলে।

ইংরেজবাজারে ১০ নম্বর ওয়ার্ডে ১ হাজার ৪৩৩ ভোটে জয়ী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।
ঝালদা পুরসভা ত্রিশঙ্কু। ৫টি করে আসন পেল তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস। অন্যরা জয়ী ২টি আসনে ।
দাঁইহাট পুরসভা তৃণমূলের দখলে।জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভা তৃণমূলের দখলে।
হরিণঘাটা পৌরসভার ১ নং ওয়ার্ডে তৃণমূলের সৌমিক পাল জয়ী, ৩ নং ওয়ার্ডে তৃণমূলে পিংকি রায় হালদার, ৬ নং ওয়ার্ডে তৃণমূলের আজিজুল হক, ৮ নং ওয়ার্ডে তৃণমূলের জয়ী সঞ্জীব রাম, ১০ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের দেবাশিস বসু, ১৩ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের সুনিতা ভৌমিক সর্দার এবং ১৬ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের ঝিমলি চক্রবর্তী।
ওল্ড মালদা পৌরসভা জয়ের পথে তৃণমূল কংগ্রেস

মেমারি পৌরসভার ১, ২, ৩, ৫, ৬, ৭ নং ওয়ার্ডে তৃণমূল এগিয়ে। ৪ নং ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী মিঠু সরকার এগিয়ে।
বালুরঘাট পৌরসভার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১৩, ১৪ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জয়ী।
বড় চমক। দার্জিলিঙে ১৪টি ওয়ার্ডেই জয়ী হামরো পার্টি।
পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পুরসভা তৃণমূলের দখলে। কালিয়াগঞ্জ পুরসভা তৃণমূলের দখলে। নবদ্বীপ পুরসভা তৃণমূলের দখলে।

কোচবিহার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে জয়ী রবীন্দ্রনাথ ঘোষ।
তৃণমূলের দখলে ঝাড়গ্রাম পুরসভা।
বীরভূমের ৪টি পুরসভাই দখলে রাখল তৃণমূল। সাঁইথিয়া, সিউড়ি, রামপুরহাট ও বোলপুর।
তৃতীয় রাউন্ড গণনা শেষে শান্তিপুরে ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপি প্রার্থী। ৭ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী।
বোলপুর পুরসভা তৃণমূলের দখলে। রামপুরহাট পুরসভা তৃণমূলের দখলে। চন্দ্রকোণা পুরসভা দখল করল তৃণমূল। রঘুনাথপুর পুরসভা দখল তৃণমূলের। উলুবেড়িয়া পুরসভা তৃণমূলের দখলে।
কোচবিহার পুরসভা তৃণমূলের দখলে। হলদিবাড়ি তৃণমূলের দখলে। ওল্ড মালদা তৃণমূলের দখলে। মালদা পুরসভা তৃণমূলের দখলে। কান্দি পুরসভা তৃণমূলের দখলে।
ভাটপাড়া পুরসভার সব ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থীরা।
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুরসভা তৃণমূলের দখলে এবং ডায়মন্ড হারবার পুরসভাও তৃণমূলের দখলে।

ইংরেজবাজারে ১০ নম্বর ওয়ার্ডে এগিয়ে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।
জিয়াগঞ্জ পুরসভার ৩টি ওয়ার্ডে জয়ী তৃণমূল
বর্ধমান পৌরসভার ৪ নং ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী মিঠু সরকার এগিয়ে। মেমারি-বর্ধমানে ২ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী ৩  হাজার ৪৮৭ ভোটে জয়ী। কালনায় ২ নং ওয়ার্ডে সিপিএম প্রার্থী জয়ী।
খড়দা পুরসভার ৭ টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল।
কৃষ্ণনগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী অসীম বিশ্বাস জয়ী।
নদিয়ার বিননগর পৌরসভায় ১ নং ওয়ার্ডে তৃণমূল এগিয়ে, ২ নং ওয়ার্ডে এগিয়ে বিজেপি এবং ৩ নং ওয়ার্ডে তৃণমূল এগিয়ে।
তুফানগঞ্জে ৩টি ওয়ার্ড তৃণমূলের দখলে।
খড়দা পুরসভার ৫টি ওয়ার্ডে এগিয়ে বাম প্রার্থীরা।
বর্ধমান পৌরসভার ১ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুমিত কুমার শর্মা ৯ হাজার ১৩৬ ভোটে জয়ী।
গুসকরা পৌরসভার ২ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাবুলাল হেব্ররম, ৩ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের শিপ্রা চৌধুরী এবং ৪ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের যমুনা শিকারী জয়ী।
বালুরঘাটে ১, ২, ৩, ৪ নং ওয়ার্ডে জয়লাভ তৃণমূলের
মাথাভাঙায় ৪, ৫, ৬, ৭ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল
মুর্শিদাবাদের কান্দিতে ১ টি ওয়ার্ডে জয়ী তৃণমূল
কৃষ্ণনগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল এগিয়ে
মেখলিগঞ্জ পুরসভার দখল নিল তৃণমূলের
মাথাভাঙা পৌরসভা ১, ২ এবং ৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস। ৩ নম্বর ওয়ার্ডে ৫৭২ ভোটে জয়ী তৃণমূল

Municipal Election Result Live Update

———–
Published by Subhasish Mandal  

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular