ইন্ডিয়া নিউজ বাংলা,
West Bengal municipal election 2022
মুর্শিদাবাদ ও পশ্চিম মেদনীপুর : পুরভোটে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে গণতন্ত্রের হত্যাকারী হিসেবে প্রতিষ্ঠা করলেন। ভোটের শেষে বহরমপুরে সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বহরমপুর সাংসদ অধীর চৌধুরী বলেন মহিলা কর্মী সমর্থক প্রার্থীদের ওপর অকথ্য অত্যাচার হয়েছেl পুলিশের মদদে তৃণমূলের ডাঙ্গা বাহিনী পিস্তল নিয়ে লাঠি নিয়ে অবাধে লুটপাট এবং অত্যাচার চালিয়েছে বাংলা জুড়ে মন্তব্য করেন তিনিl
অবাধ ভোট নয়, অবাধ লুঠ হয়েছে। আজ এই ভাষাতেই ভোটের পর প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন ভোটের নামে রাজ্যে লুঠপাট ও হিংসা হয়েছে। রাজ্যের 108 টি পৌরসভার নির্বাচন শেষে খড়্গপুরে নিজের বাংলোতে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য রাখেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।