ইন্ডিয়া নিউজ বাংলা,
Coochbehar Weather:
অমিত সরকার,কোচবিহার:- কোচবিহারে পশ্চিমী ঝঞ্জার দাপট দোসর দমকা হাওয়ার সাথে শিলা বৃষ্টি l যার ফলে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের কুচুলিবাড়িতে কৃষকদের তামাক চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা। পাশাপাশি, হাওয়ার সাথে, বিভিন্ন এলাকায় ৭০ টির বেশি গাছ সম্পূর্ণ উপড়ে পড়ে। বহু বাড়ির টিনের চাল পর্যন্ত উড়ে যায়।
কৃষকদের তামাক চাষে ব্যাপক ক্ষতি হয়েছে Coochbehar Weather
আবহওয়া দপ্তর থেকে জানানো হয়ে কৃষকদের তামাক চাষে ব্যাপক ক্ষতি হয়েছেছে উত্তরবঙ্গে,বেশ কয়েকদিন ধরে পশ্চিমী ঝঞ্জার দাপটে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা পূর্বাভাস দেওয়া হয়েছিল l আজ স বিকাল প্রায় ৩ টা থেকে ৪ টা পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকেরও বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হয়। কৃষকদের তামাক চাষে ব্যাপক ক্ষতি হয়েছে l সঙ্গে দমকা হাওয়ার দাপটে গাছপালা, বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি হয়।
আর ও পড়ুন : CPIM slams Mamata নির্বাচনী প্রচারে এসে শাসক দলকে আক্রমণ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর
Coochbehar Weather