পলাশ চক্রবর্তী, হুগলি, ইন্ডিয়া নিউজ বাংলা : Student of Hooghly stuck in Ukraine জিরাট উত্তর গোপালপুরের বাসিন্দা সরজিৎ দাসের ছেলে সম্বিত দাস ইউক্রেনের কিয়েভে ছয় বছরের ডাক্তারি কোর্স এমবিবিএস পড়তে গেছে। এবছর সম্বিতের চতুর্থ বছর। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে জিরাটের বাড়িতে আসে ছেলে সম্বিত। ফের ২০২২-এর ১১ ফেব্রুয়ারি কিয়েভে যান। রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে এখন সমস্যায় ছেলে। সম্বিতের সঙ্গে আরও চারজন বন্ধু পশ্চিমবঙ্গ থেকে পড়তে গেছেন ইউক্রেনে। বাবা সরজিৎ দাসের একটি মুদিখানার দোকান রয়েছে। মা বলাগড়ের স্বাস্থ্যকর্মী। সম্বিতের বাবা-মা দুজনেরই চিন্তায় দিন কাটছে। তাঁদের ছেলে ভালোভাবে বাড়ি ফিরে আসুক সেই আশায় দিন গুনছেন বাবা-মা। সম্বিত ইউক্রেনে কীভাবে আছেন, কী করছেন সেই চিন্তায় রয়েছে পরিবার l Student of Hooghly stuck in Ukraine
ছেলে ভালোভাবে বাড়ি ফিরে আসুক, আশায় বাবা-মা Student of Hooghly stuck in Ukraine
Student of Hooghly stuck in Ukraine
আরও পড়ুন : Student of Madarihat stuck in Ukraine ইউক্রেনে আটকে মাদারিহাটের মেডিক্যাল পড়ুয়া
আরও পড়ুন : Student of Tufanganj stuck in Russia মস্কোয় আটকে তুফানগঞ্জের ছেলে, উদগ্রীব বাবা-মা
———–
Published by Subhasish Mandal