অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা : National Highway Blockade in Cooch Behar অসমে কর্মসূত্রে গিয়ে নিখোঁজ কোচবিহারের বারোকোদালি গ্রামের ফজলে হক (৪৭) ও মোস্তাফা আলি (৩৭)। প্রায় এক মাস কেটে গেলেও এখনও সন্ধান মেলেনি দুই ব্যক্তির। নিখোঁজদের পুলিশ খুঁজে বের করতে ব্যর্থ–– এই অভিযোগে বৃহস্পতিবার অসম-বাংলা সীমান্তে ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। পুলিশ নয়, সিবিআই তদন্তের দাবিতে দীর্ঘ দুই ঘণ্টা ধরে জাতীয় সড়ক অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে তুফানগঞ্জ মহকুমার অতিরিক্ত পুলিশ আধিকারিক-সহ বিশাল পুলিশবাহিনী। নিখোঁজ ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করার আশ্বাস দিলেও প্রথমের দিকে অবরোধ তুলতে নারাজ হয় বিক্ষোভকারীরা। পরবর্তীতে দীর্ঘ ২ ঘণ্টা কেটে যাওয়ার পর কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজের নেতৃত্বে ঘটনাস্থলে আসে বিশাল মহিলা পুলিশবাহিনী। বিক্ষোভকারীদের দিকে লাঠি উঁচিয়ে ধরলে অবরোধ সরিয়ে নেয় বিক্ষোভকারীরা।
সিবিআই তদন্তের দাবিতে দুই ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ National Highway Blockade in Cooch Behar
পথ অবরোধকারী মজামিল আলি, মহম্মদ আলি, অঞ্জু বিবি, বাপি আলি, জাহানারা বিবিদের দাবি গত ২৭ জানুয়ারি বারোকোদালি গ্রামের দুই যুবক নিখোঁজের ঘটনায় বক্সিরহাট থানায় অভিযোগ জানানোর প্রায় এক মাস পার হয়ে গেলেও নিখোঁজ দুই ব্যক্তিকে খুঁজে দিতে পারেনি পুলিশ প্রশাসন। শুধু তাই নয়, পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেন অবরোধকারীরা। তাঁদের দাবি, নিখোঁজ মুস্তাফা আলি ও ফজলে হক ব্যবসার কাজে অসমে গিয়েছিল। দীর্ঘ এক মাস অতিক্রান্ত হলেও কোনও খোঁজ দিতে না পারায় দ্রুত সিবিআই তদন্তের দাবিতে এদিন পথ অবরোধে শামিল হন এলাকাবাসীরা।
National Highway Blockade in Cooch Behar
———–
Published by Subhasish Mandal