অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা : Mathabhanga Municipality মাথাভাঙা পৌরসভা নির্বাচনে ১নং ও ১২নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিশ্বজিৎ সাহা ও অঞ্জলি শা’র সমর্থনে শোভাযাত্রা অনুষ্ঠিত হল। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ি কর্পোরেশনে নবনির্বাচিত মেয়র গৌতম দেব, এনবিএসটিসি-র চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, মাথাভাঙা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ রায়, মাথাভাঙা পৌরসভা প্রাক্তন চেয়ারম্যান লক্ষপতি প্রামানিক, মাথাভাঙা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা ১নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিশ্বজিৎ সাহা-সহ ১২টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরা। ছিলেন ১ নং ও ১২ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের কর্মী ও নেতৃত্বরা।
গোটা কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে Mathabhanga Municipality
এদিন শোভাযাত্রা শেষে গৌতম দেব বলেন, ‘মাথাভাঙা পৌরসভায় তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে। এক-দুটি ওয়ার্ডে কনটেস্ট হতে পারে। এছাড়া মাথাভাঙা শহর ছাড়াও গোটা কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেস ভালো ফল করবেই।’ বিরোধীদের দাবি নস্যাৎ করে গৌতম দেব বলেন, ‘তৃণমূল কোনও সন্ত্রাস করে না। পৌরসভায় শান্তিপূর্ণ ভোট হবে। বিরোধীদের কোথাও প্রচার নেই। সাধারন মানুষ বিরোধীদের পাশে নেই।’
প্রচারে নামলেন বিজেপির তিন বিধায়ক Mathabhanga Municipality
অন্যদিকে মাথাভাঙা শহরে বিজেপি প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারে নামলেন বিজেপির তিন বিধায়ক। এদিন মাথাভাঙা মেলার মাঠ থেকে মিছিল শুরু করে গোটা শহর পরিক্রমা করে বিজেপির মিছিল। উপস্থিত ছিলেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়, মাথাভাঙা বিধানসভার বিধায়ক সুশীল বর্মন, শীতলকুচির বিধায়ক বরেন বর্মন-সহ বিজেপি কর্মী-সমর্থকেরা।
Mathabhanga Municipality
আরও পড়ুন : Road show of TMC in Jhargram তৃণমূলের রোড শো, সোহমকে দেখতে উপচে পড়া ভিড় ঝাড়গ্রামে
———–
Published by Subhasish Mandal