Sunday, November 10, 2024
Homeরাজ্যপূর্ব বর্ধমানLeftists protest Anis's assassination আনিশ যদি তৃণমূলের কেউ হতেন তবেও আমরা প্রতিবাদ...

Leftists protest Anis’s assassination আনিশ যদি তৃণমূলের কেউ হতেন তবেও আমরা প্রতিবাদ করতাম : দীপ্সিতা

সঞ্জিত সেন, পূর্ব বর্ধমান, ইন্ডিয়া নিউজ বাংলা : Leftists protest Anis’s assassination ‘আনিশ খান যদি তৃণমূল কংগ্রেসের কেউ হতেন তবেও আমরা প্রতিবাদ করতাম। এই হত্যার প্রতিবাদ দলীয় সংকীর্ণতার মধ্যে পড়ে না।’ সোমবার বর্ধমানে সাংবাদিকদের বললেন তরুণ বামনেত্রী দীপ্সিতা ধর। গতকাল তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বলেছিলেন, আনিস খানের মৃত্যুতে দলীয় ট্যাগ লাগাচ্ছে বামেরা। এই প্রসঙ্গে দীপ্সিতা আরও বলেন, ‘ওনার মতো তৃণমূল কংগ্রেসের অনুগতরাই একথা বলতে পারেন।’

এদিন শহরে ছিলেন আর এক তরুণ বামনেতা সৃজন ভট্টাচার্য। তিনি বলেন, ‘তৃণমূলের সরকার যোগী আদিত্যনাথের এনকাউন্টার মডেলেই চলছে। আনিস খান সিএএ বিরোধী আন্দোলনে ছিলেন। তাঁর মৃত্যু নিয়ে প্রকৃত তদন্ত হোক এটাই আমরা চাই। তাঁর মৃত্যু বিফলে যেতে দেব না।’

এই হত্যার প্রতিবাদ দলীয় সংকীর্ণতার মধ্যে পড়ে না Leftists protest Anis’s assassination

এদিন বর্ধমান পুরসভার নির্বাচনে সপ্তাহের প্রথম দিনে তরুণ ব্রিগেডকে মাঠে নামিয়েছিল বামেরা। এসএফআইয়ের ডাকে বর্ধমানের নীলপুর মোড় থেকে ১৪ ও ১২ নং ওয়ার্ডের নানা এলাকা ঘুরে পুলিশ লাইন বাজারে আসে মিছিল। সেখানে এক এক করে বক্তব্য রাখেন বাম নেতারা। মিছিলে অংশ নেন ছাত্রনেতা তথা বামফ্রন্ট প্রার্থী দীপঙ্কর দে, অনির্বাণ রায়চৌধুরী-সহ অন্যরারা।

Leftists protest Anis’s assassination

আরও পড়ুন : Corruption in 100 days work খাল তৈরি নিয়ে কোটি টাকা তছরুপের অভিযোগ আকন্দবাড়িয়া পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular