Friday, November 8, 2024
Homeরাজ্যদক্ষিণ ২৪ পরগণাVillagers obstruction administration could not demolish house গ্রামবাসীদের বাধা,কোটের অর্ডার থাকলেও উচ্ছেদে...

Villagers obstruction administration could not demolish house গ্রামবাসীদের বাধা,কোটের অর্ডার থাকলেও উচ্ছেদে বিভ্রান্তি

শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা, Villagers obstruction administration could not demolish house সোমবার সকাল ১১টা নাগাদ হঠাৎই শতাধিক পুলিশ ও কোর্টের লোকজন হয় পাথরপ্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শ্রীধপুর এলাকায়। একসঙ্গে এত পুলিশকে হতভম্ব হয়ে যান গ্ৰামবাসীরা। শুরু হয় নানান কানাঘুষো। সব রহস্যের সমাধান হয় কিছুক্ষণ পরেই। স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চানন মন্ডল নামে এক ব্যক্তি এই জায়গাটি নিয়ে কেস করেছিলেন। দীর্ঘ ৪৫ বছরের লড়াইয়ের পরে তিনি জিতেছেন। তারপরেই কোর্টের তরফে এলাকায় যে সমস্ত ঘরবাড়ি রয়েছে সেগুলি ভাঙার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন : Corruption in 100 days work খাল তৈরি নিয়ে কোটি টাকা তছরুপের অভিযোগ আকন্দবাড়িয়া পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

আরও পড়ুন : Recognition of India Book of Records মুখে তুলি ধরে মাত্র ২০ সেকেন্ডেই রবীন্দ্রনাথের প্রতিকৃতি! পাথরপ্রতিমার সমরেশকে কুর্নিশ ইন্ডিয়া বুক অব রেকর্ডসের

 

প্রতিরোধের মুখে নতি স্বীকার প্রশাসনের Villagers obstruction administration could not demolish house 

খবর চাউর হতেই দলে দলে লোকজন এলাকায় জমা হয়। যাদের ঘর বাড়ি কোর্ট নির্দেশিত জায়গার মধ্যে পড়ে তারা কান্নায় ভেঙে পড়ে়ন। আগে থেকে কোনও রকম কোনো নোটিশ ছাড়াই কীভাবে প্রশাসনের লোকজন বসত বাড়ি ভাঙতে পারে,তা নিয়ে গ্ৰামবাসীদের সঙ্গে প্রশাসনিক কর্মকর্তাদের শুরু হয় বাকযুদ্ধ। খবর পেয়ে ঘটনাস্থলে যান দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা সঞ্চালক গৌরহরি মাল। তিনি অনুরোধ করেন যেন এক সপ্তাহ সময় দেওয়া হয় কোর্টের অনুমোদন প্রাপ্ত জায়গার বাসিন্দাদের। কিন্তু কোর্টের থেকে আসা কর্ম কর্তারা কোন রকম সময় দিতে রাজি না হওয়ায় ফের শুরু হয় গ্ৰামবাসীদের সঙ্গে বচশা। প্রতিবাদে সামিল হন এলাকার মহিলারাও। শেষ পর্যন্ত গ্ৰামবাসীদের প্রতিরোধের মুখে ফিরে যেতে বাধ্য হন প্রশাসনিক  কর্তারা।

____

Published by Julekha Nasrin

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular