Mamata poster, Modi as demon দেবী রূপে মমতা, অসুর মোদি, ত্রিশুল দিয়ে বধ অমিত শাহকে
পার্থ মুখার্জী, ইন্ডিয়া নিউজ বাংলা পশ্চিম মেদিনীপুর: পৌরসভা প্রার্থীর প্রচারে এবার দেবী রূপে আবির্ভূত মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখা যাচ্ছে ত্রিশুল দিয়ে বধ করছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে দেবী রূপে আবির্ভূত হয়েছেন এলাকার তৃণমূল প্রাক্তন কাউন্সিলর তথা এবারের প্রার্থী এবং বধ করছেন বিজেপি প্রার্থীকে।
Mamata poster, Modi as demon দেবী রূপে মমতা, অসুর মোদি, ত্রিশুল দিয়ে বধ অমিত শাহকে
ঠিক এভাবেই বিতর্কিত পোস্টারে সরগরম হয়ে উঠল জঙ্গলমহল। প্রসঙ্গ ক্রমে বলা যায় মেদিনীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ভাঙিপুকুর এলাকায় একটি ৪০ ফুট বাই ২০ ফুটের বড় পোস্টার দেওয়া হয় শাসকদল তৃণমূলের পক্ষ থেকে। সেই পোস্টারে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গা রূপে একাধিক প্রকল্প হাতে নিয়ে বধ করছেন মহিষাসুর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। অপরদিকে এই পোস্টারে বিকৃত করে তুলে ধরা হয় এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে দেবীরূপে। যেখানে তিনি বিরোধী বিজেপি কাউন্সিলরদের নিচে রাখা হয়েছে। আর এই পোস্টারকে কেন্দ্র করেই রাজনৈতিক তরজা সংশ্লিষ্ট এলাকায়। এই নিয়ে বিজেপি এলাকায় অবরোধ করে এবং পোস্টার নিয়ে নিম্ন মানসিকতার পরিচয় বলেও কটাক্ষ করে। যদিও বিষয়টা নিয়ে কিছুই জানেন না বলে জানান এলাকার তৃণমূল কাউন্সিলর।
Published by Samyajit Ghosh