IPL Auction নিলামের প্রথম দিনে বাজিমাত ঈশান কিশানের, রেকর্ড দামে বিক্রি দীপক চাহার, হর্শল প্যাটেল
সাম্যজিৎ ঘোষ, ইন্ডিয়া নিউজ বাংলা: আইপিএল নিলামের প্রথমদিন বাজিমাত করলেন ঈশান কিশগন। আসন্ন আইপিএলের সবচেয়ে বেশি দাম পেলেন। মুম্বাই ইন্ডিয়ান্স তাকে কিনল ১৫ কোটি ২৫ লক্ষ টাকায়। এরপর দ্বিতীয় সর্বোচ্চ দাম উঠল দীপক চাহার-এর। চেন্নাই সুপার কিংস এই অলরাউন্ডারকে ১৪ কোটি টাকায় কিনে নেয়। এরপর তৃতীয় সর্বোচ্চ দাম পেলেন শ্রেয়াস আইয়ার। ১২.৫ কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্স চলে এলেন। শ্রেয়াস গতবছর দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ছিলেন। এদিন ব্যাঙ্গালুরুতে দুদিনের দিলাম অনুষ্ঠান শুরু হয়। এর মধ্যে এই খেলোয়াড়রা পেয়েছেন বড় দাম। দেখে নিন।
ঈশান কিশান- মুম্বাই ইন্ডিয়ান্স- ১৫.২৫ কোটি
দীপক চাহার-চেন্নাই সুপার কিংস- ১৪ কোটি
শ্রেয়াস আইয়ার – কলকাতা নাইট রাইডার্স – ১২.২৫ কোটি টাকা
হর্ষাল প্যাটেল – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ১০.৭৫ কোটি টাকা
ওয়ানিন্দু হাসরঙ্গা (শ্রীলঙ্কা)– রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ১০.৭৫ কোটি টাকা
কাগিসো রাবাডা (দক্ষিণ আফ্রিকা)– পাঞ্জাব কিংস – ৯.২৫ কোটি টাকা
জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) – লখনউ সুপার জায়ান্টস – ৮.৭৫ কোটি টাকা
উঠতি তারকা উইকেটকিপার ব্যাটসম্যান ইশান কিশানকে পেতে মরিয়া ছিল সকল ফ্র্যাঞ্চাইজিই। কিন্তু শেষ অবধি ১৫ কোটি ২৫ লক্ষ টাকায় ইশানকে তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
IPL Auction
বিশের সবচেয়ে দামি খেলোয়াড়কে কিনল কলকাতা
আইপিলে দুই বছর আগের আসর অর্থাৎ ২০২০ সালের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন প্যাট কামিন্স। তাকে সাড়ে ১৫ কোটিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এই আসরেও তাকে নিয়েছে কলকাতা ফ্র্যাঞ্চাইজি, তবে এবার তার পেছনে তাদের খরচ হয়েছে মাত্র ৭ কোটি ২৫ লক্ষ টাকা।
নিলামের প্রথম দিনে বাজিমাত ঈশান কিশানের, রেকর্ড দামে বিক্রি দীপক চাহার, হর্শল প্যাটেল
এদিন প্রথম নিলামে ওঠে শিখর ধাওয়ানের নাম। গত মরসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন তিনি। এবার তাকে আর ধরে রাখেনি তারা। তাকে এই আসরে ৮ কোটি ২৫ লক্ষ টাকায় কিনেছে পাঞ্জাব কিংস। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি টাকা। নিলামের দ্বিতীয় বিক্রিত নাম রবিচন্দ্রন অশ্বিন। তারও ভিত্তিমূল্য ছিল ২ কোটি টাকা। এবার ৫ কোটিতে তিনি গেছেন রাজস্থান রয়্যালসে।
দিল্লি ক্যাপিটালস অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারকে ৬.২৫ কোটি টাকায় কেনার সময় ভারতের প্রাক্তন ব্যাটসম্যান ওয়াসিম জাফর হতবাক হয়ে যান। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এ সম্পর্কে একটি টুইট পোস্ট করেছেন। সানরাইজার্স হায়দ্রাবাদ ২০২১ সালে ১২.৫ কোটি টাকা দিয়েছিল, কিন্তু এখন দিল্লি তা অর্ধেক দামে কিনেছে।
এখন দেখার নিলামের দ্বিতীয় দিন আর কোন তারকা কত দাম পান।