Thursday, September 19, 2024
Homeরাজ্যকলকাতাGovernor Jagdeep Dhankhar বাংলার রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়ে বিধানসভা ‘সমাপ্ত’ করলেন...

Governor Jagdeep Dhankhar বাংলার রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়ে বিধানসভা ‘সমাপ্ত’ করলেন রাজ্যপাল

কৌশিক দাস, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Governor Jagdeep Dhankhar পুরভোটের দিনই ফের শিরোনামে রাজ্যপাল জদগীপ ধনকর। বাংলার রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়ে বিধানসভা ‘সমাপ্ত’ করলেন রাজ্যপাল। অর্থাৎ, বিধানসভাকে না ভেঙেই তিনি তা স্থগিত করলেন।

‘আজ থেকে বিধানসভা অধিবেশন স্থগিত করা হল।’ শনিবার টুইট করে এমনটাই জানালেন রাজ্যপাল জগদীপ ধনকর। সংবিধানের ১৭৪ নম্বর ধারা অনুযায়ী তাঁর এই ক্ষমতা প্রয়োগ এক্তিয়ার রয়েছেন বলে উল্লেখ করেছেন তিনি। ১২ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার থেকেই তাঁর এই সিদ্ধান্ত কার্যকর হবে। রাজ্যপালের এই সিদ্ধান্তকে বেনজির বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। টুইটে রাজ্যপাল লিখেছেন, ‘সংবিধানের ১৭৪-এর ২/এ ধারা প্রয়োগ করে আমি জগদীপ ধনকর, পশ্চিমবঙ্গের রাজ্যপাল বিধানসভার অধিবেশন স্থগিত করছি। ১২ ফেব্রুয়ারি ২০২২ থেকেই যা কার্যকর হচ্ছে।’ Governor Jagdeep Dhankhar

আরও পড়ুন : Now Maneka Is Also Included in Star Campaigners Of BJP তারকা ভোট প্রচারকদের তালিকায় যুক্ত করা হল মানেকা গান্ধিকে, বাদ বরুণ

কুণাল ঘোষ বলেন, ‘আমি পরিষদীয় মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। এই নিয়ে একটি বিভ্রান্তি ছিল। কিন্তু, আমাদের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উনি স্বতঃপ্রণোদিতভাবে টুইট করে ভুল করে ফেলেছেন। কিন্তু, এর মধ্যে রাজ্য-রাজ্যপাল কোনও সংঘাত নেই। ওঁর দোষ হচ্ছে বড্ড বেশি টুইট করে ফেলেন। উনি সবুজ মনের মানুষ। ওঁকে পরামর্শ দেব, গোপনে প্রেম করে ফেললে আবার টুইট করে দেবেন না।’

অন্যদিকে, রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে রাজ্য বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে শাসকদল। এ কথা জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘আমরা বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনব।’ একইসঙ্গে তাঁর সংযোজন, ‘কার মেরুদণ্ড সোজা সেটা তো মানুষ দেখছেন। নির্বাচিত সরকারের বিরুদ্ধে পুলিশকে উস্কানি দিচ্ছেন রাজ্যপাল। পুলিশ-প্রশাসনকে রাজ্যপাল উস্কানি দিচ্ছেন।’ Governor Jagdeep Dhankhar

এর আগেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেছিলেন, ‘আমার বিরুদ্ধে খারাপ অভিযোগ আনা হচ্ছে। আমি কোনও খারাপ ভাষা প্রয়োগ করি না। রাজভবনে কোনও পাঁচতারা হোটেল থেকে খাবার আসে না।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে সরাসরি রাজ্যপাল বলেন, ‘রাজভবনের বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ আনছেন! ম্যাডাম চিফ মিনিস্টার, এটা কোনও ইগোর লড়াই নয়।’ একইসঙ্গে তিনি বলেন, ‘ক্ষমতার বলে কোনও মন্তব্য করবেন না। রাজ্যের ৯ কোটি মানুষের জন্য কাজ করুন। দেখবেন রাজ্যপালকে আপনি সর্বদাই পাশে পাচ্ছেন। কিন্তু, এখানে আইনের শাসন নেই। শাসকের আইন আছে।’

আরও পড়ুন : TMC’s internal problem পুরভোটে তৃণমূলের নিশ্চিত জয়ে দাগ লাগাচ্ছেন উদয়ন-জাহাঙ্গিররা

Governor Jagdeep Dhankhar

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular