সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা,Leopard skin rescued before trafficking স্কুল ব্যাগে ভরে পাচার করা হচ্ছিলো চিতাবাঘের চামড়া।গোপন সূত্রে খবরের ভিত্তিতে, অভিযানে নামে বৈকন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। আর সেই অভিযানে বড়সড় সাফল্য বনকর্মীদের।নেপালে পাচারের আগে বেলাবোবা রেঞ্জের বনকর্মীরা উদ্ধার করল চিতাবাঘের চামড়া। এবং গ্ৰেফতার করেছে ২জন পাচারকারীকে।
স্কুল ব্যাগের ভিতর থেকে উদ্ধার চিতাবাঘের চামড়া Leopard skin rescued before trafficking
শনিবার সকালে বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তর কাছে খবর আসে, একটি টাটা সুমো গাড়ি করে দার্জিলিং থেকে ৩ পাচারকারী নেপালে চিতাবাঘের চামড়া পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে।খবর পেয়েই জলপাই মোড়ে পুরো টিম নিয়ে চেকিং শুরু করেন রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত। নির্দিষ্ট নম্বরের গাড়িটি আসতেই সেটি দাঁড় করিয়ে তল্লাশি করার সময়,স্কুল ব্যাগের ভিতর থেকে চিতাবাঘের চামড়া গুলি উদ্ধার হয়। এরপর গাড়িতে থাকা দুই পাচারকারীকে পুলিশ আটক করতে পারলেও অপর এক পাচারকারী গাড়ি নিয়ে পালিয়ে যায়।ধৃতদের নাম শেরিং তামাং ও পাশাং লামা (তামাং)। এরা দার্জিলিং জেলার বাসিন্দা।
আরও পড়ুন : পুরভোট নিয়ে ‘ঘোঁট’ শুরু সিপিআইএম
————-
Published by Julekha Nasrin