সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা,Mainaguri municipality election ময়নাগুড়ি পুুরসভা নির্বাচনে শুরুতেই ধাক্কা শাসকদলে। এবারেই প্রথম ভোট হতে যাচ্ছে নব গঠিত ময়নাগুড়ি পৌরসভায়। কিন্তু প্রার্থীদের তালিকা প্রকাশ করতে গিয়ে হোঁচট খেল শাসকদল।
প্রথম ভোট হবে নব গঠিত ময়নাগুড়ি পৌরসভায় Mainaguri municipality election
আগামী ২৭ ফেব্রুয়ারী ১০৮ টি পুরসভার ভোট। বৃহস্পতিবার (৪ফেব্রুয়ারী) থেকে মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা, তেমনটাই জানানো হয়েছিল কমিশনের বিজ্ঞপ্তিতে। এবারেই প্রথম ভোট হবে জলপাইগুড়ির নব গঠিত ময়নাগুড়ি পৌরসভায়। আর সেই মত শুক্রবার প্রার্থী তালিকা প্রকাশ করতে গিয়ে বিভ্রান্তির শিকার হয়়় তৃণমূল। প্রার্থী তালিকা দেখা যাচ্ছে, অপু রাউত ৪ নং ওয়ার্ড থেকে এবং ঝুমা রাউতের ১০ নং ওয়ার্ড থেকে প্রার্থী তালিকায় নাম রয়েছে। সম্পর্কে এই দু’জন স্বামী স্ত্রী। যা ঘিরে দেখা দিয়েছে বিতর্ক। ফলে ময়নাগুড়ি পৌরসভার প্রার্থী তালিকা আপাতত স্থগিত ঘোষণা করলো তৃনমুল জেলা নেতৃত্ব।পুর নির্বাচনে এবার নতুন নিয়ম অনুযায়ী একই পরিবারের একাধিক লোক প্রার্থী হতে পারবেনা। তাই রাজ্য কমিটির কাছে এই তালিকা ফের বিবেচনার জন্য পাঠিয়েছেন ময়নাগুড়ি তৃণমূলের জেলা সভাপতি।
আরও পড়ুন : পঞ্চায়েত দখলে মিলেমিশে তৃণমূল-বিজেপি