সঞ্জিত সেন, পূর্ব বর্ধমান, ইন্ডিয়া নিউজ বাংলা : Nawabhat Road Accident স্থানীয়দের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল অ্যাম্বুলেন্স ও একটি চারচাকা গাড়ি। রুগী নিয়ে অ্যাম্বুলেন্স যাচ্ছিল বর্ধমানের দিকে। ঠিক তার পিছনে ছিল একটি চারচাকা গাড়ি। বর্ধমান-বোলপুর জাতীয় সড়কের নবাবহাটের ১০৮ মন্দিরের কাছে বোলপুরমুখী একটি গাড়ি বেপরোয়া ভাবে যাওয়ার সময় ডানদিকে চেপে দেয় অ্যাম্বুলেন্সটিকে। ফলে দুর্ঘটনায় হাত থেকে বাঁচতে অ্যাম্বুলেন্সটি নিজের বাঁদিকে সরে গেলে পুকুরে নেমে যায়। একই অবস্থা হয় পিছনে থাকা যাত্রীবোঝাই চারচাকা গাড়িটিরও। অ্যাম্বুলেন্সটি পুকুরের ধারে আটকে গেলেও চারচাকাটি একেবারে পুকুরের জলে নেমে যায়। তলিয়ে যেতে বসা চারচাকা গাড়ির আরোহীদের তৎপরতার সঙ্গে উদ্ধার করেন স্থানীয়রা। ফলে বড় বিপদের হাত থেকে বেঁচে গেলেন চারচাকা গাড়ির আরোহীরা।
স্থানীয় যুবকদের তৎপরতায় প্রাণে বাঁচলেন যাত্রীরা Nawabhat Road Accident
আরও পড়ুন : Lorry collision in Jalpaiguri লরির মুখোমুখি সংঘর্ষে আহত ২, যানজট এশিয়ান হাইওয়েতে
———–
Published by Subhasish Mandal