অনিশা পোদ্দার,আলিপুরদুয়ার, ইন্ডিয়া নিউজ বাংলা, Dooars tourist center reopen এক মাস বন্ধ থাকার পরে আগামী ৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে খুলে যাচ্ছে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্র। পর্যটন কেন্দ্রে খোলার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্রের ব্যবসায়ীরা।
পর্যটন কেন্দ্র খুলে যাওয়ায় খুশি ব্যবসায়ীরাDooars tourist center reopen
জানুয়ারি মাস পর্যটনের ভরা মরশুম। কিন্তু করোনা সংক্রমণ বৃৃদ্ধি পাওয়ায় বন্ধ করে পর্যটন কেন্দ্রগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। আচমকা পর্যটন কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় বহু পর্যটক বুকিং বাতিল করেছিলেন । ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল ব্যবসায়ীদের। এখন সংক্রমণ কিছুুুটা নিয়ন্ত্রণে থাকায়, পর্যটন কেন্দ্রগুলো পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডুয়ার্সের চিলাপাতা,জলদাপাড়া, রাজাভাতখাওয়া এলাকার পর্যটন ব্যবসায়ীরা জানান, মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি এভাবে আচমকা পর্যটন কেন্দ্র যেন বন্ধ করা না হয়।
আরও পড়ুন : গোবর্ধনপুরে পর্যটন কেন্দ্রে তৈরির উদ্যোগ বিধায়কের