ইন্ডিয়া নিউজ বাংলা Union Budget 2022 পেগাসাস ইস্যুতে সংসদে বাজেট অধিবেশনে যে ঝড় তুলতে পারে তৃণমূল কংগ্রেস তার পূর্বাভাস দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করতে গিয়ে যখন আগামী ১০০ বছরের জন্য পরিকল্পনা করার লক্ষ্যে বাজেট তৈরি করা হয়েছে বলে ঘোষণা করেছেন। ডিজিটাল কারেন্সীর কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় এই বাজেট সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য। বাজেট শেষ হওয়ার পর পরই মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন , ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য, তাঁরা বেকারত্ব এবং মুদ্রাস্ফীতির দ্বারা পিষ্ট হচ্ছেন। সরকার বড় বড় কথায় হারিয়ে গিয়েছে, কিছুই বোঝাতে পারেনি তারা। এটি পেগাসাস স্পিন বাজেট।’
BUDGET HAS ZERO FOR COMMON PEOPLE, WHO ARE GETTING CRUSHED BY UNEMPLOYMENT & INFLATION. GOVT IS LOST IN BIG WORDS SIGNIFYING NOTHING – A PEGASUS SPIN BUDGET
— Mamata Banerjee (@MamataOfficial) February 1, 2022
অমিত মিত্রের প্রতিক্রিয়া Union Budget 2022
অন্যদিকে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী ও রাজ্য সরকারের প্রধান আর্থিক উপদেষ্টা অমিত মিত্র সাংবাদিকদ বৈঠকে জানান এই বাজেট প্রবীণ নাগরিকদের জন্য কোন প্রকল্প নেই, কোভিডের কারণে যারা রোজগার হারিয়েছেন তাদের জন্য কোন পরিকল্পনার ঘোষণা নেই, মধ্যবিত্তের জন্য কিছু নেই। এমনকি গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম প্রকল্প একশো দিনের কাজে বরাদ্দ টাকার পরিমাণ কমিয়ে দেওয়া হল। গত বাজেটে একশো দিনের প্রকল্পের যেখানে বরাদ্দ ছিল ৯৮ হাজার কোটি টাকা সেই বরাদ্দ টাকা কমিয়ে করা হয়েছে ৭৩ হাজার কোটি টাকা।
ডেরেক ব্রায়েনের প্রতিক্রিয়া Union Budget 2022
পাশাপাশি তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন হিরের উপর আমদানি শুল্ক কমানোর বিষয়টিকে কটাক্ষ করে তিনি লিখেছেন, ‘হিরে এই সরকারের পরম বন্ধু। বাকি কৃষক, মধ্যবিত্ত, দিন এনে দিন খাওয়া মানুষ ও বেকারদের জন্য প্রধানমন্ত্রী কিছুই করেননি
Diamonds are this government’s best friend.
For the rest— farmers, middle class, daily earners, unemployed— this is a PM (Does Not) Care #Budget2022
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) February 1, 2022
Union Budget 2022
Published by Monirul Hossain
আর ও পড়ুন : Union Budget 2022 বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, দেখুন একনজরে