শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : Union Budget 2022 চতুর্থবারের জন্য বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। করোনা আবহে এবারও পেপারলেস বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী। একনজরে বাজেট :
-
দামি হচ্ছে ইস্পাতজাত দ্রব্য
-
সস্তা হচ্ছে মোবাইল ফোন, চার্জার
-
সস্তা হচ্ছে পোশাক-চামড়াজাত দ্রব্য, জুতো
-
সস্তা হচ্ছে দেশে তৈরি কৃষি যন্ত্রপাতি, হিরের গয়না
-
কাটিং ও পালিশ রত্নের উপর আমদানি শুল্ক কমে ৫ শতাংশ
-
আমদানি শুল্কে ছাড় বৈদ্যুতিক সরঞ্জাম, গয়না, রাসায়নিক ক্ষেত্রে
-
একাধিক ক্ষেত্রে আমদানি শুল্কে ছাড়
-
আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ল না, বহাল আগের কর কাঠামোই
-
১৫ শতাংশ কর দিতে হবে লং টার্ম ক্যাপিটাল গেন-এ
-
NPS-এ রাজ্য সরকারি কর্মীদের ট্যাক্স ডিডাকশন সীমা বেড়ে ১৪ শতাংশ
-
ক্রিপ্টোকারেন্সি থেকে আয়ে ৩০ শতাংশ কর
-
ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট ট্রান্সফারের উপর ৩০ শতাংশ কর
-
রাজস্ব ঘাটতি কম করতে বেসরকারি বিনিয়োগে জোর
-
২০২৫ সালের মধ্যে ঘাটতি ৪ শতাংশের নীচে নিয়ে যাওয়ার লক্ষ্য
-
রাজস্ব ঘাটতি হতে পারে ৬.৪ শতাংশ
-
২০২২-২৩ সালে ব্যয় হবে ৩৯.৪৫ লাখ কোটি টাকা
-
মূলধনী খাতে সংশোধিত বরাদ্দ ৬.৩ লাখ কোটি টাকা
-
সারচার্জ কমল সমবায় সংস্থাগুলির
-
বিশেষভাবে সক্ষমদের জন্য কমানো হচ্ছে আয়কর
-
করদাতারা ২ বছরের মধ্যে আপডেটেড রিটার্ন ফাইল করতে পারবেন
-
চলতি অর্থবর্ষে ৫জি মোবাইল পরিষেবা চালু
-
ব্রডব্যান্ড পরিষেবায় জোর গ্রামাঞ্চলে
-
২০২৫-এর মধ্যে দেশের সব গ্রামে অপটিক্যাল ফাইবার
-
২০২৩ সালের মধ্যে ডিজিটাল মুদ্রা আনবে আরবিআই
-
রিজার্ভ ব্যাঙ্ক অনুমোদিত ডিজিটাল কারেন্সির প্রস্তাব
-
অর্থনীতিতে বিনিয়োগ বাড়ানোর জন্য রাজ্যগুলিকে ১ লাখ কোটি টাকা বরাদ্দ
-
আগামী পাঁচ বছরে ৬০ লক্ষ কর্মসংস্থান
-
ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ দিতে ২ লক্ষ ৭৩ কোটি টাকার প্রকল্প
-
জাতীয় সড়ক বাড়ছে ২৫ হাজার কিলোমিটার
-
e-বিদ্যা প্রকল্পের মাধ্যমে ‘এক ক্লাস, একটি টিভি চ্যানেল’ নীতি
-
অনলাইন পড়াশোনায় উৎসাহ দিতে ডিজিটাল বিশ্ববিদ্যালয়
-
উত্তর-পূর্ব রাজ্যগুলির উন্নয়নে নতুন প্রকল্প, বরাদ্দ ১,৫০০ কোটি টাকা
-
দেশের ৭৫টি জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট
-
১০০ শতাংশ পোস্ট অফিস কোর ব্যাঙ্কিংয়ের আওতায়
-
৩ কোটি ৮০ লক্ষ পরিবারকে কলের জল পৌঁছে দিতে বরাদ্দ ৬০ হাজার কোটি টাকা
-
বৈদ্যুতিক গাড়ির জন্য চার্জিং স্টেশন তৈরির প্রস্তাব
-
পাঁচটি নদী সংযোগকারী প্রকল্প চূড়ান্ত