ইন্ডিয়া নিউজ বাংলা
কৌশিক দাস : ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা: মঙ্গলবার সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এর আগে শুরু হয়েছে বাজেট অধিবেশন। তার আগে বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বক্তব্যে শুরু হয় অধিবেশন। সেন্ট্রাল হলে সব সাংসদদের উপস্থিতিতে বক্তব্য পেশ করেন তিনি। অতিমারির কথা উল্লেখ করে প্রথম সারির যোদ্ধাদের ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।
সরকার সব কা সাথ , সব কা বিকাশে বিশ্বাসী Budget Session 2022
তিনি বলেন, ‘করোনাকালে বহু মানুষের মৃত্যু হয়েছে। আর সেই কঠিন পরিস্থিতিতে কেন্দ্র থেকে রাজ্য, সব চিকিৎসক, বিজ্ঞানী , নার্স, প্রত্যেকে একটা টিম হিসেবে কাজ করেছে। আমি সেই সব স্বাস্থ্যকর্মী তথা প্রথম সারির যোদ্ধাদের ধন্যবাদ জানাই।’ তিনি আরও বলেন, ‘সরকার এবং নাগরিকের মধ্যে এমন পরিস্থিতে বোঝাপড়া, সুসম্পর্ক গণতন্ত্রের জন্য অভূতপূর্ব নজির বলে মনে করি।’২৭ হাজার গ্রামে দেওয়া হয়েছে ৪০ লক্ষ সম্পত্তি কার্ড।করোনা আবহে সরকার – নাগরিক সম্পর্কে উন্নতি হয়েছে। দেশকে আত্মনির্ভর করতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার।সরকার সব কা সাথ , সব কা বিকাশে বিশ্বাসী । ভারতে তৈরি ৩টি করোনা টিকা ব্যাবহারের জন্য ছাড়পত্র পেয়েছে। খারিফ মরসুমে রেকর্ড ধান কিনেছে সরকার।এতে লাভবান হয়েছে কৃষকরা আগামী ২৫ বছরের মধ্যে তৈরি হবে শক্তিশালী ভারত। নেতাজি স্মরণে দেশে একগুচ্ছ কর্মসূচি পালন হয়েছে
Today the country's achievements and successes are as limitless as the country's potential and possibilities. These achievements are not of one institution or establishment; these are the collective achievements of more than a billion citizens of our country. pic.twitter.com/KyLzrPEN0g
— President of India (@rashtrapatibhvn) January 31, 2022
সকলের স্বার্থে কাজ করছে সরকার Budget Session 2022
প্রধানমন্ত্রী আবাস যোজনায় এক বছরে ২ কোটি বাড়ি তৈরি হয়েছে।সকলের স্বার্থে কাজ করছে সরকার।জল জীবন মিশনে ৬ কোটি বাড়িকে যুক্ত করা হয়েছে। ইউনেস্কো দুর্গাপুজোকে ইন্ট্যানজেবল হেরিটেজ তকমা দিয়েছে অলিম্পিক থেকে ৭ পদক এনেছে খেলোয়াড়রা। পেরা অলিম্পিকে সর্বোচ্চ ১৭ পদক জিতেছে ভারত।।খেলার দিকে কতটা নজর দিচ্ছে সরকার এটা তার বড় প্রমান।আয়ুস্মান ভারতের মাধ্যমে চিকিৎসা পাচ্ছেন দেশের দরিদ্র নাগরিকেরা। কম দামে ওষুধ বিক্রি করার জন্য সরকারের জন ঔষধি কেন্দ্র তৈরির উদ্যোগেরও প্রশংসনীয়।
মোবাইল তৈরিতে ভারত এখন দ্বিতীয় Budget Session 2022
অনেক বড় বড় রাস্তা এবং হয়েছে। বিনামূল্যে রেশন দিচ্ছে সরকার। আট কোটির বেশি চাষী লাভবান হয়েছে সরকারের সাহায্যে। জোর দেওয়া হয়েছে জৈব চাষে । বর্ষার জল সংরক্ষণ করায় জোর দেওয়া হয়েছে। মোবাইল তৈরিতে ভারত এখন দ্বিতীয়। ৫জি-র দিকে এগোচ্ছে ভারত স্থানীয় ভাষায় পড়াশোনায় জোর দেওয়া হয়েছে। স্টার্ট আপের জন্য দেশে ৬ লক্ষ চাকরি তৈরি হয়েছে। বিশ্বের সবচেয়ে দ্রুত বিকাশশীল অর্থনীতি ভারতেরই। ডিজিটাল ভারত গঠনে বড় সাফল্য মিলেছেম১ লক্ষ কোটি জিএসটি আদায় হয়েছে। ৬৩০ মিলিয়ন ডলারের বিদেশি মুদ্রার ভাঁড়ার তৈরি করেছে ভারত।
Budget Session 2022