Friday, November 8, 2024
Homeরাজ্যকোচবিহারPost Poll Violence in Cooch Behar ভোট-পরবর্তী হিংসার অভিযোগে শীতলকুচিতে দুই তৃণমূল...

Post Poll Violence in Cooch Behar ভোট-পরবর্তী হিংসার অভিযোগে শীতলকুচিতে দুই তৃণমূল নেতাকে আটক করল সিবিআই

অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা : Post Poll Violence in Cooch Behar ভোট-পরবর্তী সন্ত্রাসের অভিযোগে শীতলকুচি থেকে দুইজনকে আটক করল সিবিআই। আটক দুইজন হলেন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শায়ের আলি মিয়া ও পূর্ণ গোবিন্দ সিংহ। এদিন সিবিআইয়ের ৪ সদস্যের বিশেষ দল দুই জনের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ চালায়। এরপর শায়ের আলি মিয়া ও পূর্ণ গোবিন্দ সিংহকে আটক করে নিয়ে যাওয়া হয় গোপালপুর বিএসএফ ক্যাম্পে। এ ঘটনায় জেলা রাজনীতিতে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

গোপালপুর বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে দুইজনকে Post Poll Violence in Cooch Behar

আরও পড়ুন : National Highway blockade at Gangarampur রাস্তা সারাইয়ের দাবিতে জাতীয় সড়ক অবরোধ গঙ্গারামপুরে

বিজেপির শীতলকুচির বিধায়ক বরেনচন্দ্র রায় বলেন, ‘বিধানসভা নির্বাচনের আগে এবং পরে শাসকদলের প্রত্যক্ষ অঙ্গুলিহেলনে নানান অসামাজিক কার্যকলাপ গোটা শীতলকুচি বিধানসভাতে সংগঠিত হয়েছে। ভোট পরবর্তী হিংসায় প্রাণ গেছে বহু মানুষের, ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট করা হয়েছে, মা বোনেদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে শীতলকুচিতে শায়ের আলি মিয়াকে গ্রেফতার করেছে সিবিআই।’

অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, ‘আমি একটু আগে শুনলাম যে সিবিআই শীতলকুচিতে গিয়ে শায়ের আলি মিয়া ও পূর্ণ গোবিন্দ সিংহকে আটক করে গোপালপুর বিএসএফ ক্যাম্পে নিয়ে এসেছে। এখন কী জন্য নিয়ে এসেছে বা কেন নিয়ে এসেছে এটা আমি এখনও জানি না। আমি খোঁজ খবর নিচ্ছি।’

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular