Prosenjit Chattopadhyay new moive review প্রকাশ্যে ‘শেষ পাতা’র প্রথম লুক
ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা : মানুষের জীবনে ঋণের বোঝা কতটা ভারী? ভাবায় অতনু ঘোষকে। সেই ভাবনা থেকেই তাঁর আগামী ছবি ‘শেষ পাতা’। ‘ঋণ’ মাত্র দুটি অক্ষরের শব্দ । কিন্তু শব্দ দুুটির মানে আষ্টেপৃষ্ঠ জড়িয়ে আছে অনেকের জীবনে।
স্থির চিত্র, বিশাল পুরনো বাড়িতে ‘বাল্মীকি’ যেন নিজের মুখোমুখি নিজেই
২৬ জানুয়ারি রাতে ছবির প্রধান চরিত্রের লুক প্রকাশ্যে এনেছেন পরিচালক। মূল চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পরিচালকের শেয়ার ছবিতে দেখা যাচ্ছে ধবধবে সাদা এলোমেলো চুল মুখের চারপাশে ছড়ানো। ফ্রেঞ্চকাট দাড়ি-গোঁফ। মোটা ফ্রেমে চশমায় ঢাকা চোখের বয়সের ক্লান্তি। চোখের কোলেও ভাঁজ ফেলেছে ঝুলে যাওয়া চামড়া। স্থির চিত্র, বিশাল পুরনো বাড়িতে ‘বাল্মীকি’ যেন নিজের মুখোমুখি নিজেই।
অন্য স্বাদের ছবির অপেক্ষায় দর্শক
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও ছবিতে অভিনয় করেছেন গার্গী রায়চৌধুরী, বিক্রম চট্টোপাধ্যায়, রায়তী ভট্টাচার্য। করোনা অতিমারি কাটিয়ে অন্য স্বাদের ছবির অপেক্ষায় মুুুুখিয়ে রয়েছে অগণিত দর্শক।
আরও পড়ুন : ভবিষ্যৎ কলকাতার গল্প বলবে ‘সাড়ে সাইত্রিশ’