Thursday, September 19, 2024
Homeরাজ্যদক্ষিণ দিনাজপুরAtreyi Creek of Balurghat আত্রেয়ী খাঁড়ি দখল করে তৃণমূলের পার্টি অফিস, জেলাশাসকের...

Atreyi Creek of Balurghat আত্রেয়ী খাঁড়ি দখল করে তৃণমূলের পার্টি অফিস, জেলাশাসকের কাছে অভিযোগ বিজেপির

পীযূষ সরকার, দক্ষিণ দিনাজপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : Atreyi Creek of Balurghat আত্রেয়ী খাঁড়ি দখল করে তৃণমূলের এয়ার কন্ডিশনড পার্টি অফিস গড়ে তোলাকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানাল বালুরঘাট টাউন বিজেপি। ঘটনাটি বালুরঘাট শহরের ব্রিজকালী সংলগ্ন পুরাতন ৮ নম্বর (বর্তমানে নতুন ৭ নম্বর) ওয়ার্ডের। বিজেপির বালুরঘাট টাউন মণ্ডল সভাপতি সুমন বর্মনের অভিযোগ, বালুরঘাট শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া, শহরের নিকাশি ব্যবস্থার লাইফলাইন আত্রেয়ী খাঁড়ি দখল করে এমন ঘটনা ভাবা যায় না।

আত্রেয়ী খাঁড়ি দখল নিয়ে রাজনৈতিক কাজিয়া Atreyi Creek of Balurghat

আরও পড়ুন : Stopped Minor Marriage দিনহাটায় নাবালিকার বিয়ে আটকাল প্রশাসন

বিজেপি টাউন সভাপতি তৃণমূলের দিকে আঙুল তুলে বলেন যে, সমস্ত তৃণমূলের নেতারা জনতার মাঝে নিজেদেরকে সতী-সাবিত্রী হিসেবে পরিচয় দেন। তাঁদের কাছে অনুরোধ আপনারা যদি এতটাই সতী-সাবিত্রী হন তাহলে খাঁড়ির বুকে বেআইনিভাবে গড়ে তোলা তৃণমূলের পার্টি অফিসটি ভেঙে দিন। তাহলেই আমরা বুঝব আপনারা কতটা সতী-সাবিত্রী। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গের নদী, খাল, বিল, পুকুর, খাঁড়ি দখল করেই তৃণমূলের নেতারা বেঁচে আছেন। জেলাশাসকের দফতরে অভিযোগ জানানোর পাশাপাশি সুমন বর্মন আরও জানান, বালুরঘাটের লাইফ লাইন আত্রেয়ী খাঁড়িকে রক্ষা করতে বালুরঘাট টাউন বিজেপির আন্দোলন চলবে।

এ বিষয়ে পুরাতন ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল ওয়ার্ড সভাপতি শঙ্কর দত্ত জানান, দীর্ঘদিন আগেই পার্টি অফিসটি তৈরি হয়েছে। এখন পুরভোটের আগে বিজেপি কোনও ইস্যু না পেয়ে ভিত্তিহীন অভিযোগ তুলেছে। বিষয়টি তদন্ত করলেই পরিষ্কার হয়ে যাবে। তৃণমূল জেলা কো-অর্ডিনেটর সুভাষ চাকী জানান, খাঁড়ি দখল করে নয়, অফিসটি তৈরি হয়েছে রায়তি জায়গায়। বিজেপির কোনও ইস্যু নেই। তাই ভিত্তিহীন অভিযোগ তুলেছে।

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular