Monday, November 25, 2024
HomeবিনোদনFILMSSutapa Sikdar's memory আমাদের গল্পগুলো মনে পড়ে ইরফান? বাবিল তোমায় বড্ড মিস...

Sutapa Sikdar’s memory আমাদের গল্পগুলো মনে পড়ে ইরফান? বাবিল তোমায় বড্ড মিস করে

 

Sutapa Sikdar’s memory আমাদের গল্পগুলো মনে পড়ে ইরফান? আমাকে তোমার জীবনের দ্বিতীয় প্রিয় মানুষের জায়গায় বসতে দিও বাবিল

ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা : ২০২০ সালের ২৯ এপ্রিল,নিউরোএন্ডোক্রাইন টিউমারের সঙ্গে দু’বছরের লড়াইয়ে ইতি। না ফেরার দেশে পাড়ি জমান ইরফান খান। অভিনেতার মৃত্যুর পর বিভিন্ন সময়ে স্ত্রী সুতপার একাকীত্ব, বিষাদ ছবি, পোস্টের মাধ্যমে ফুটে উঠেছে সামাজিক মাধ্যমে।

Sutapa Sikdar’s memory বেঁচে থাকলে বয়স হতে ৫৫ বছর 

৭ জানুয়ারি ছিল প্রয়াত অভিনেতার জন্মদিন। আজ বেঁচে থাকলে ৫৫ বছর বয়স হতে তাঁর। তবে ইরফান খান দিব্যি বেঁচে রয়েছেন তাঁর পরিবার এবং অসংখ্য অনুরাগীর স্মৃতিতে। তাঁর স্ত্রী সুুতপার কথায়, ইরফানের মধ্যে কোনও দিনই ‘হাজবেন্ড মেটেরিয়াল’ ছিল না। অর্থাৎ একজন আদর্শ স্বামী হওয়ার জন্য যে যে বৈশিষ্ট্যর প্রয়োজন, ইরফানের মধ্যে সেসবের কোনওটি তেমনভাবে ছিল না। তবে আমি মনে মনে জানতাম ওঁর কাছে আমি কতটা স্পেশ্যাল। কারণ আমাকে ছাড়া ওঁর একমুহূর্ত চলত না।

Sutapa Sikdar’s memory বাবিল তোমায় বড্ড মিস করে

ছবিতে দেখা যাচ্ছে, কোনও এক সিনেমার সেটে বাবা-ছেলে কথোপকথনে মগ্ন। ইরফান ও বাবিল সেই ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। স্মৃতি হাতড়ে পুরনো ছবি পোস্ট করে ইরফান-পত্নী লেখেন, ‘জানিনা ওরা কোন আলোচনায় মগ্ন ছিল। এটা সবসময় একটি জীবন বা মৃত্যুর বিষয়ের মতো মনে হয়। আমাদের গল্পগুলো মনে পড়ে ইরফান? বাবিল তোমায় বড্ড মিস করে। আমাকে তোমার জীবনের দ্বিতীয় প্রিয় মানুষের জায়গায় বসতে দিও বাবিল। অবশ্য জানি, তোমার জীবনে যে শূন্যস্থান তৈরি হয়েছে, তা ভরাট করা কঠিন।’

আরোও পড়ুন : ‘আমার খুশি থাকার জায়গা’

আরও পড়ুন : স্থিতিশীল লতা মঙ্গেশকর

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular