অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা: বয়স মাত্র ১৬ বছর। এরইমধ্যে এক নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছে অন্দরানফুলবারি ১ গ্রাম পঞ্চায়েত এলাকার মণীন্দ্রনগর কলোনিতে। কোচবিহার চাইল্ড লাইনের কাছে এমনই একটি ফোন আসে। আর তারপরেই নড়েচড়ে বসল জেলা প্রশাসন। বিয়ের আসরে পৌঁছে বন্ধ করে দেওয়া হল নাবালিকার বিয়ে। পাত্রীকে বিয়ের আসর থেকে নিয়ে আসা হয় তুফানগঞ্জ থানায়।
Child marriage in Cooch Behar নাবালিকার বিয়ে আটকাল চাইল্ড লাইন
সূত্রের খবর, ওই নাবালিকার বিয়ে ঠিক হয়েছিল পাশের গ্রামের এক যুবকের সাথে। পাত্রীর মেহেন্দি থেকে গায়ে হলুদ, প্যান্ডেল থেকে ভূরিভোজ সমস্ত প্রস্তুতি প্রায় শেষ। বাড়িতে আত্মীয়স্বজনের ভিড়।এই সময় খবর যায় প্রশাসনের কাছে। পরবর্তীতে তুফানগঞ্জ ১নং ব্লকের জয়েন্ট বিডিও, চাইল্ড লাইনের সদস্যরা, তুফানগঞ্জ থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা বিয়েবাড়িতে গিয়ে হাজির হন। তারপরেই বন্ধ করে দেওয়া হয় বিয়ের সমস্ত রকম আয়োজন।
আরও পড়ুন : Adhir Chowdhury visits Jivanti Halt রেল আধিকারিকদের সঙ্গে জীবন্তি হল্ট পরিদর্শনে অধীর চৌধুরী
Published by Subhasish Mandal