Sunday, November 10, 2024
HomeপরিবেশGecko rescued in Odlabari জ্যান্ত তক্ষক-সহ তিন যুবক গ্রেফতার ওদলাবাড়িতে

Gecko rescued in Odlabari জ্যান্ত তক্ষক-সহ তিন যুবক গ্রেফতার ওদলাবাড়িতে

সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা : জ্যান্ত তক্ষক-সহ তিন যুবককে গ্রেফতার করল জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জ। ধৃতদের আজ জেলা আদালতে তোলা হল। ধৃত পাচারকারীরা সকলের ভিন রাজ্যের বলে জানায় বনবিভাগ। ২৫ লক্ষ টাকায় এই তক্ষক পাচারের ছক করা হয়েছিল বলে উঠে এসেছে জেরায়। বনবিভাগের দাবি, মেঘালয় থেকে শিলিগুড়ি হয়ে নেপালে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল গোল্ডেন কালারের লুপ্তপ্রায় তক্ষকটি।

জ্যান্ত তক্ষক-সহ তিন যুবক গ্রেফতার ওদলাবাড়িতে Gecko rescued in Odlabari 

আরও পড়ুন : Drinking water problem in Nadia কল আছে, জল নেই! পুকুরের নোংরা জলই ভরসা পানিঘাটা গ্রাম পঞ্চায়েতে

গোপন সূত্রে খবর পেয়ে বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের নেতৃত্বে ডুয়ার্সের ওদলাবাড়ির এক হোটেলের সামনে ওত পেতে ছিলেন বন দফতরের কর্মীরা। অসমের নম্বর প্লেট লাগানো একটি চারচাকা গাড়ি ওই হোটেলের সামনে আসতেই বনবিভাগ ঘিরে ধরে। এরপর গাড়িতে তল্লাশি করতেই খোঁজ মেলে খাঁচায় ভরা জ্যান্ত একটি তক্ষক। এরপর পাচারচক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করে বনবিভাগ। ধৃতদের একজনের বাড়ি অরুণাচল প্রদেশ, বাকি দু’জনের বাড়ি অসমে বলে জানা গিয়েছে।

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular