Saturday, February 1, 2025
HomeদেশSnowfall and Rain : বরফের চাদরে ঢেকেছে কুলু, তিন দিন...

Snowfall and Rain : বরফের চাদরে ঢেকেছে কুলু, তিন দিন চলবে বৃষ্টি ও তুষারপাত পর্যটকদের সতর্ক করল প্রশাসন

ইন্ডিয়া নিউজ বাংলা

কুলু: বৃষ্টি আর প্রবল তুষারপাতের ফলে বিপর্যস্ত হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অংশ। বরফের চাদরে ঢেকেছে রাস্তাঘাট। বিশেষ করে কুলু মানালি এলাকায় প্রবল তুষারপাত হয়েছে। আগামী তিন দিন বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।  কুলু জেলায় অবিরাম বৃষ্টি ও তুষারপাতের ফলে  ডেপুটি কমিশনার আশুতোষ গর্গ স্থানীয বাসিন্দা এবং পর্যটকদের সতর্কতা জারি করেছেন।ক্রমাগত তুষারপাতের কারণে, বাইরের রাজ্য থেকে আসা পর্যটকদের দুর্গম এলাকায় বরফাবৃত পাহাড়ে যাওয়ায় বিষয়ে অতি সতর্কতা জারি করেছে।

কুলু জেলায় অবিরাম বৃষ্টি ও তুষারপাত চলবে Snowfall and Rain 

আগামী তিন দিন তুষারপাত ও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জেলা প্রশাসক পর্যটকদের তুষারময় এলাকায় ব্যক্তিগত যানবাহন না নেওয়ার এবং ট্রেকিং রুটে যাওয়ার চেষ্টা না করার অনুরোধ জানিয়েছেন।আশুতোষ গর্গ বলেছেন যে বেশি তুষারপাত এবং যেখানে রাস্তায় কুয়াশা আছে সেখানে গাড়ি চালাবেন না। পিচ্ছিল রাস্তার কারণে দুর্ঘটনার প্রবল আশঙ্কা রয়েছে।পাহাড়ের ধারে যানবাহন পার্কিং না করার জন্যও বলা হয়েছে, যাতে পাথর পড়ে এবং ভূমিধসের কারণে যানবাহন বা প্রাণের কোনো ক্ষতি না হয়।

পাশাপাশি জেলা প্রশাসক স্থানীয় জনসাধারণ ও পর্যটকদের যেকোনো জরুরি প্রয়োজনে টোল ফ্রি নম্বর 1077-এ জানাতে বলেছেন, যাতে দুর্যোগের সময় বিপদে পড়া ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে সাহায্য করা যায়। জেলা প্রশাসক জেলার সকল এসডিএম এবং তহসিলদারদের সর্বদা সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Snowfall and Rain

আর ও পড়ুন : Amar Jawan Jyoti History : ভারতের শহিদ সেনাদের স্মরণে জ্বলছে অমর জওয়ান জ্যোতি

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular