রাজীব ঘোষ, মুর্শিদাবাদ, ইন্ডিয়া নিউজ বাংলা: অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ ও উকিলদের মধ্যে মনোমালিন্য। আর তার জেরেই ঐতিহাসিক শহর মুর্শিদাবাদে লালবাগ মহকুমা আদালত চত্বরে তালা ঝুলিয়ে বিক্ষোভ উকিলদের। সূত্রের খবর, বিচারকের সঙ্গে উকিলদের কোনও বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ার জেরেই অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ শুক্রবার সকালে লালবাগ মহকুমা আদালতের মেন গেটে তালা ঝুলিয়ে দেন। এরপর মেন গেটে তালা দেখতে পেয়ে উকিলরাও অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজের চেম্বারে তালা লাগিয়ে দেন এবং বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের জেরে বহরমপুর-লালবাগ রাজ্য সড়ক কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। শুরু হয় যানজট। বিচারক-উকিলদের এই রেষারেষিতে হতাশ হয়ে পড়েন আদালতে আসা বিচারপ্রার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মুর্শিদাবাদ থানার পুলিশ।
বিচারক-উকিলদের মধ্যে মনোমালিন্য Demonstration in Lalbagh sub-divisional court
আরও পড়ুন : Wife kills Husband in Malda পরকীয়ায় বাধা! মালদায় প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন স্ত্রীর
—–
Published by Subhasish Mandal