শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা: ১৫টি জাল ৫০০ টাকার নোট উদ্ধারের পাশাপাশি দুই ব্যক্তিকে গ্রেফতার করল বারুইপুর পুলিশ জেলার বকুলতলা থানা। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটর বাইক ও দুটি মোবাইল ফোনও। ধৃত দুই ব্যক্তির নাম সুবীর দাস ও সমীর দাস। ধৃতেরা দুজনেই সম্পর্কে বাবা ও ছেলে। হাওড়ার ডুমুরজলার এলাকার বাসিন্দা তারা।
১৫টি জাল ৫০০ টাকা-সহ গ্রেফতার বাবা-ছেলে Arrested with fake currency in Baruipur
আরও পড়ুন : Abduction at cafe in Siliguri ক্যাফের আড়ালে অপহরণের ছক! শিলিগুড়িতে গ্রেফতার তিন দুষ্কৃতী
পুলিশ সূত্রে জানা গেছে, বকুলতলা থানার মনিতরে একটি ইটভাটা সংলগ্ন এলাকায় দুইজনকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। গোপন সূত্রে পুলিশ জানতে পারে দুই ব্যক্তি জাল টাকা নিয়ে কিছু কেনার জন্য জড়ো হয়েছে। পুলিশ গিয়ে তাদেরকে আটক করলে ১৫টি জাল ৫০০ টাকার নোট উদ্ধার হয়। ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এতগুলি জাল নোট কোথা থেকে পেল ধৃতরা এবং আর কে কে তাদের সঙ্গে জড়িত জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
—–
Published by Subhasish Mandal