Friday, November 8, 2024
Homeরাজ্যAbduction at cafe in Siliguri ক্যাফের আড়ালে অপহরণের ছক! শিলিগুড়িতে গ্রেফতার তিন...

Abduction at cafe in Siliguri ক্যাফের আড়ালে অপহরণের ছক! শিলিগুড়িতে গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রসেনজিৎ রাহা, শিলিগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা:  ছক কষা হয়েছিল ক্যাফেতেই! তার পরেই অপহরণ হয় এক যুবক। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার তিন অপহরণকারী। জিজ্ঞাসাবাদের জন্য আটক এক মহিলাও। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ জানুয়ারি ভক্তিনগর থেকে নিখোঁজ হয় ঋতঙ্কর সিংহ নামে এক যুবক। ১৪ জানুয়ারি ৪০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে অপহরণকারীদের ফোন আসার পরই গত ১৫ জানুয়ারি অপহরণ সংক্রান্ত মামলা করে পরিবার। অপহৃত যুবকের পরিবারের পক্ষ থেকে এনজেপি থানায় দায়ের করা হয় অভিযোগ। এরপর পরই নড়েচড়ে বসে এনজেপি থানার পুলিশ।

৪০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন অপহরণকারীদের Abduction at cafe in Siliguri

আরও পড়ুন : Bank robbery in East Burdwan পূর্ব বর্ধমানে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতি

তদন্তের ভিত্তিতে শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডের ফুলেশ্বরী থেকে গ্রেফতার করা হয় তপন দাস ও রতন পাল অর্থাৎ বাবুকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ। এরপর দেশবন্ধুপাড়ার একটি ফ্ল্যাট থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় অপহৃত ঋতঙ্কর সিংহকে। ধৃত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে রাজ সিং নামে আরও এক ব্যক্তির নাম উঠে আসে। পুলিশ তাকে গ্রেফতার করে ভারতনগর এলাকা থেকে। এরপরেই ভারতনগরের রতন পালের কফি ক্যাফেতে হানা দেয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ওই ক্যাফেতেই অপহরণের ছক কষা হয়েছিল। সেই ভিত্তিতে ক্যাফের কর্মী মুনমুন দাসকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তপন দাস ও রতন পাল এবং রাজ সিং এরা তিনজনই ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সক্রিয় কর্মী। তৃণমূল প্রার্থী প্রতুল চক্রবর্তীর সাথে তপন দাসের বেশ সখ্যতা রয়েছে বলেও জানা গেছে। গোটা ঘটনার তদন্ত করছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি ও নিউ জলপাইগুড়ি থানা।

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular