Thursday, September 19, 2024
Homeরাজ্যদক্ষিণ দিনাজপুরBalurghat Town TMC news viral গোষ্ঠীদ্বন্দ্বের কথা জানিয়ে অভিষেক ব্যানার্জিকে চিঠি, বালুরঘাট...

Balurghat Town TMC news viral গোষ্ঠীদ্বন্দ্বের কথা জানিয়ে অভিষেক ব্যানার্জিকে চিঠি, বালুরঘাট টাউন তৃণমূল সভাপতির চিঠি ভাইরাল

পীযূষ সরকার, দক্ষিণ দিনাজপুর, ইন্ডিয়া নিউজ বাংলা:  বালুরঘাটে বিজেপি নয়, গত বিধানসভা ভোটে তৃণমূলই তৃণমূলকে হারিয়েছে। আর এর পেছনে রয়েছে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী শঙ্কর চক্রবর্তী। ঠিক এমনই অভিযোগ তুলে বালুরঘাট টাউন তৃণমূল সভাপতি বিমান দাসের প্যাডে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জিকে দেওয়া খোলা চিঠি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এদিকে এমন চিঠি ভাইরাল হতেই জেলাজুড়ে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে জোর জল্পনা। যদিও বালুরঘাট টাউন তৃণমূল সভাপতি বিমান দাস এই চিঠির কথা অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ‘এই চিঠি সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন। আমার প্যাডে অন্য কেউ লিখে জাল করে এই চিঠি সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে। বিষয়টি নিয়ে জেলা নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বকেও জানিয়েছি।’

‘বালুরঘাটে বিজেপি নয়, তৃণমূলই তৃণমূলকে হারিয়েছে’ Balurghat Town TMC news viral

আরও পড়ুন : Nadia’s millionaire lorry driver রাতারাতি কোটিপতি! নিরাপত্তার কারণে কোতোয়ালি থানার দ্বারস্থ কৃষ্ণনগরের লরিচালক

এদিকে আসন্ন পৌরসভা ভোটের আগে দলের বেশকিছু নেতৃত্বদের বিরুদ্ধে সর্বভারতীয় সম্পাদককে লেখা এই খোলা চিঠি সামনে আসতেই রীতিমতো অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চিঠিটি ৭ জানুয়ারির। যেখানে বালুরঘাট টাউন তৃণমূল সভাপতি বিমান দাসের প্যাডে অভিষেক ব্যানার্জিকে লেখা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে এক প্রাক্তন মন্ত্রী ও তাঁর পুত্রবধূর বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে। চিঠিতে লেখা হয়েছে গত বিধানসভা ভোটে দলের ভিতরের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়ও।  যেখানে টাউন তৃণমূল সভাপতি বিমান দাস অভিষেক ব্যানার্জিকে লিখেছেন, আমি ছয়মাস ধরে এই পদে নিযুক্ত হয়েছি। বিগত দিনে বালুরঘাট শহরে যাঁরা দলের দায়িত্বে ছিলেন তাঁরা সঠিকভাবে কাজ না করায় বালুরঘাটে তৃণমূলের খারাপ ফল হয়েছে। শহরের প্রাক্তন তৃণমূল সভাপতি প্রাক্তন মন্ত্রী শঙ্কর চক্রবর্তীর অনুগামী হিসাবেই পরিচিত। তাই বিধানসভা নির্বাচনে শঙ্কর চক্রবর্তী টিকিট না পাওয়ায় তিনি উলটো ভোট করান।

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular