সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা: পৌর নির্বাচনের প্রাক্কালে বিজেপিতে বড়সড় ভাঙন। প্রায় দুই শতাধিক বিজেপি নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন তৃণমূলে। মঙ্গলবার সন্ধ্যায় নদিয়ার নবদ্বীপ পৌরসভার প্রাচীন মায়াপুর জামতলা মোড় এলাকায় ২১ ও ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল দলীয় কার্যালয়ের সম্মুখে এক প্রকাশ্য রাজনৈতিক যোগদান সভায় দলত্যাগী বিজেপি নেতাকর্মীদের হাতে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের পঞ্চমবারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুণ্ডরীকাক্ষ সাহা ও নবদ্বীপ পৌরপ্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন তথা পৌরপ্রশাসক বিমানকৃষ্ণ সাহা।
বিজেপি ছেড়ে দুই শতাধিক নেতাকর্মী যোগ দিলেন তৃণমূলে Many workers left BJP in Nabadwip
এই দিন সন্ধ্যায় পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড-সহ ৬, ৭, ১১ ও ২৪ নম্বর ওয়ার্ড থেকে প্রায় দুই শতাধিক বিজেপি নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন তৃণমূলে। তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেওয়ার পর বিজেপিতে কাজের মানুষের চাইতে নেতৃত্বের কাছের মানুষ বেশি গুরুত্ব পায় বলে সরাসরি বিজেপি নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ২১ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের বিজেপিকর্মী তথা বলিষ্ঠ নেতা নির্মল অধিকারী। পাশাপাশি বিজেপি দলের অভ্যন্তরে প্রবল গোষ্ঠী কোন্দলের কারণে আগামী দিনে নবদ্বীপ শহরের ২৪টি ওয়ার্ড থেকে দলে দলে বিজেপি কর্মী-সমর্থক রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শরিক হতে তৃণমূলের ছাতার তলায় আসতে চলেছেন বলেও এইদিন দাবি করেন তিনি। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার পর নেতাকর্মীদের অভিনন্দন ও সাধুবাদ জানান নবদ্বীপ পৌরসভার পৌরপ্রশাসক বিমানকৃষ্ণ সাহা।
—–
Published by Subhasish Mandal