Rohit Sharma Shocked at Kohli বিরাটের আকস্মিক সিদ্ধান্তে চমকে গেছেন রোহিত
ইন্ডিয়া নিউজ বাংলা: বিরাটের এমন আকস্মিক সিদ্ধান্তে চমকে গিয়েছেন ভারতের বর্তমান ওডিআই এবং টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা।
ভারতের টেস্ট দলে দীর্ঘ সাত বছরের অধিনায়কত্বের অবসান বিরাট এতো তাড়াতাড়ি এবং হঠাৎই ঘটাবেন তা রোহিত ভাবতে পারেননি।
তবে বিরাটের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে, ভবিষ্যতের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন রোহিত শর্মা।
রবিবার কোহলির সাথে নিজের একটি ছবি ইনস্টাগ্রাম পোস্ট করে রোহিত লিখেছেন-
“বিস্মিত !! কিন্তু ভারতীয় অধিনায়ক হিসাবে সফল দায়িত্ব পালনের জন্য অনেক অভিনন্দন” ।
বিরাট তার টুইটে লিখেছিলেন
গোটা কাজটা করেছি পুরোপুরি সততার সাথে। তবে কোথাও গিয়ে একটা থামতে হয়, এটাই আমার থেমে যাওয়ার ঠিক সময় মনে হয়েছে। গোটা জার্নি নানা ওঠা পরার মধ্যে দিয়ে গেছে, কিন্তু এই যাত্রা পথে কোনও চেষ্টার খামতি রাখিনি আমি। সব সময় চেষ্টা করেছি নিজের ১২০ শতাংশ দেওয়ার।… দলের প্রতি অসৎ হতে পারবোনা। রবি ভাই এবং দলের বাকী সাপোর্ট স্টাফ’দের জন্য কোনও প্রশংসা বেশি নয়। টিম ইন্ডিয়া যে ধারাবাহিকতার সাথে এগিয়ে গেছিলো, সেই দলের ইঞ্জিন ছিলেন তারা।আমার চিন্তা’কে বাস্তবতা দেখানোর জন্য তাদের ভূমিকা অপরিসীম।“
কোহলির বক্তব্যে একদম শেষে উঠে এসেছে মহেন্দ্র সিং ধোনির কথা,ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক’কে তিনি ধন্যবাদ জানিয়েছেন তাকে অধিনায়ক হিসেবে যোগ্য মনে করার জন্য। কোহলি পারেন ভারতীয় ক্রিকেট’কে এগিয়ে নিয়ে যেতে সেই বিশ্বাস ছিলো ধোনির, এদিন বিবৃতিতে একথা জানিয়েছেন ভারতের বিদায়ী টেস্ট অধিনায়ক।
প্রসঙ্গত, ভারতের টেস্ট ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর পর কোহলি ট্যুইট করে বলেন- .
“গত সাত বছর ধরে দলকে ধৈর্য্য এবং কঠোর পরিশ্রমের সাথে একটি দিশা দেখানোর চেষ্টা করেছি।
২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব পেয়েছিলেন বিরাট। কোহলির নেতৃত্বে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে পৌঁছে ছিলো ভারত। যদিও ফাইনালে টিম ইন্ডিয়া হেরে যায় নিউজিল্যান্ডের কাছে। প্রসঙ্গত, ২০১৯ সালের নভেম্বর মাসের পর আন্তর্জাতিক ক্রিকেটে কোনও সেঞ্চুরি করেননি কোহলি, তার শেষ সেঞ্চুরি’টি তিনি করেছিলেন ইডেনের মাঠে বাংলাদেশের বিপক্ষে।
৬৮ টি টেস্ট ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। জিতেছেন ৪০ টি ম্যাচে (ঘরের মাঠে ২৪টি ও বাইরের মাঠে ১৬টি)। তার নেতৃত্বে ১১ টি টেস্ট ড্র করেছে ভারত এবং হেরেছে ১৭টি ম্যাচে।
বিরাটের পদত্যাগের পর রোহিত শর্মা এখন টেস্ট দলের অধিনায়কত্ব দৌড়ে এগিয়ে রয়েছেন তবে তার একটা চিন্তার বিষয়।
Published by Samyajit Ghosh