সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা : বালি পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। রবিবার বিকেলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকদের কাছে খবর আসে জলপাইগুড়ি শান্তিপাড়া এলাকা দিয়ে বালি পাচার করা হচ্ছে। পুলিশ অভিযানে গিয়ে সেখান থেকে দুটি লরিকে দাঁড় করাতেই চক্ষু চড়কগাছ। লরি দুটির সামনে লাগানো রয়েছে ‘গণবন্টনের খাদ্যসামগ্রী’ সরবরাহের বোর্ড।
‘গণবন্টনের খাদ্যসামগ্রী’ বোর্ড লাগিয়ে বালি পাচার Sand smugglers arrested in Jalpaiguri
লরিতে তল্লাশি চালাতেই পুলিশ দেখতে পায় বালিবোঝাই রয়েছে। এরপর চালককের কাছে বৈধ কাগজ দেখতে চাইলে দেখাতে না পারলে লরিসমেত দুই চালককে নিয়ে আনা হয় থানায়। ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত টেলিফোনে জানিয়েছেন, অবৈধ বালি পাচারকারীদের বিরুদ্ধে আমাদের কড়া নজরদারি রয়েছে। এই দুই লরিচালক তাদের লরির সামনে গণবণ্টনের খাদ্য সামগ্রী সরবরাহের বোর্ড লাগিয়ে বালি পাচার করছিল। কোতোয়ালি থানার পুলিশ লরি দুটি বাজেয়াপ্ত করে এবং দুই চালককে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে। আগামীকাল আদালতে তোলা হবে ধৃতদের।
—–
Published by Subhasish Mandal