Saturday, December 7, 2024
Homeরাজ্যকোচবিহারArrested in Cooch Behar for illegal entry প্রেমের টানে দেশান্তর! সাহেবগঞ্জে এসে...

Arrested in Cooch Behar for illegal entry প্রেমের টানে দেশান্তর! সাহেবগঞ্জে এসে গ্রেফতার বাংলাদেশের যুবতী

অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা : প্রেমের টানে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে গিয়ে বিএসএফের হাতে আটক যুবতীকে তোলা হল দিনহাটা আদালতে। রবিবার সকালে সাহেবগঞ্জ থানার পুলিশ যুবতীকে দিনহাটা মহকুমা আদালতে নিয়ে আসে। এদিন আদালতে তোলার আগে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় যুবতীকে। সেখান থেকেই তাঁকে দিনহাটা মহকুমা আদালতে নিয়ে আসা হয়।

প্রেমের টানে ভারতে এসে গ্রেফতার বাংলাদেশের যুবতী Arrested in Cooch Behar for illegal entry

আরও পড়ুন : Corona awareness in Malda করোনা সচেতনতায় পথে মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্স

প্রসঙ্গত, প্রেমের টানে বাংলাদেশে থেকে দিঘলটারি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের ১২৯ ব্যাটেলিয়ানে হাতে আটক হয় ওই যুবতী। এরপর তাঁকে সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা যায় কোচবিহার তুফানগঞ্জ নিবাসী এক যুবকের সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দীর্ঘ ৬ মাস ধরে ওই যুবতীর প্রেম ছিল। সেই ভালোবাসার টানে তিনি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। ধৃত যুবতী বাংলাদেশের বগুড়া জেলার বাসিন্দা।

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular