Sunday, November 24, 2024
Homeরাজ্যমালদাCorona awareness in Malda করোনা সচেতনতায় পথে মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্স

Corona awareness in Malda করোনা সচেতনতায় পথে মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্স

রণজিৎ দাস, মালদা, ইন্ডিয়া নিউজ বাংলা : করোনা মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামল মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্স। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ মালদা শহরের রথবাড়ি এলাকায় সবজি বাজার, নেতাজি পৌরবাজার, নেতাজি কমার্সিয়াল বাজার-সহ বিভিন্ন এলাকায় ঘুরে মাস্ক বিতরণের পাশাপাশি ‘নো মাস্ক, নো সার্ভিস’ লেখা স্টিকার আটকে দেন বিভিন্ন জায়গায়।

‘নো মাস্ক, নো সার্ভিস’ Corona awareness in Malda

আরও পড়ুন : Minors rescued from Uttar Pradesh দক্ষিণ ২৪ পরগনার নাবালিকা উত্তরপ্রদেশে! উদ্ধার করল জয়নগর থানা

সারাদেশের সঙ্গে মালদা জেলাতেও বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামেন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা। মাস্ক বিতরণের পাশাপাশি প্রতিটি দোকান, শপিং মল এবং বিভিন্ন পরিবহনে ‘নো মাস্ক, নো সার্ভিস’ লেখা স্টিকার আটকে দেন তাঁরা।

এই সচেতনতা অভিযানে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সহ-সভাপতি কমলেশ বিহানি, অসিত সাহা, সম্পাদক জয়ন্ত কুণ্ডু, যুগ্ম সম্পাদক উত্তম বসাক, উজ্জল সরকার, উজ্জল ভদ্র, ইসি মেম্বার হিমাদ্রি রায়-সহ অন্যান্য ব্যবসায়ীরা। সাধারণ মানুষ, ক্রেতা-বিক্রেতা প্রত্যেকে যেন মাস্ক পরেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখেন, এই আবেদন করেন তাঁরা।

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular