শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা : কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই দাবি জানিয়ে কুশপুত্তলিকা পোড়ানো হল ডায়মন্ড হারবারে। তৃণমূলের সর্বভারতীয় সভাপতি তথা স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিতর্কে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। এই পরিপ্রেক্ষিতে এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা পোড়ানো হলো ডায়মন্ড হারবারের সরিষায়। সেই সঙ্গে কল্যাণের পদত্যাগের দাবিও করল বিক্ষোভকারীরা।
‘শ্রীরামপুর নতুন সংসদ চায়’ স্লোগান তুলে বিক্ষোভ Protest against MPs in Srirampur at Diamond Harbor
শনিবার সন্ধ্যা নাগাদ ডায়মন্ড হারবার ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর বিক্ষোভ চলার ফলে বেশ কিছুক্ষণ ধরে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। বিক্ষোভকারীদের দাবি, অভিষেককে অপমান করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ‘শ্রীরামপুর নতুন সংসদ চায়’ বলেও স্লোগান দেয় বিক্ষোভকারী।
আরও পড়ুন : BJP activists attacked in Barasat বারাসতে আক্রান্ত পরিবার-সহ বিজেপিকর্মী, ভর্তি জেলা হাসপাতালে
করোনাবিধি নিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মডেলকে কটাক্ষ করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর তার জেরেই রাজ্য রাজনীতি এখন উত্তপ্ত। তৃণমূলের কুণাল ঘোষ থেকে মদন মিত্র সকলেই তোপ দেগেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর। অবশেষে দলীয় কোন্দল থামাতে হস্তক্ষেপ করতে হয় তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জিকেও। এবার খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা থেকেই শ্রীরামপুরের সাংসদের পদত্যাগ দাবি এক অন্য মাত্রা যোগ করল। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এ ব্যাপারে।
—–
Published by Subhasish Mandal