অনুপ রায়, হাওড়া, ইন্ডিয়া নিউজ বাংলা : রাস্তার ফুটপাতে নতুন করে দোকান বসাতে গিয়ে বিবাদ। এই নিয়ে দুই পক্ষের ঝামেলা হাওড়া ময়দান শরৎ সদন সংলগ্ন মেট্রো চ্যানেলের সামনে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে সেখানে দোকান বসাতে আসে ২৯ নম্বর ওয়ার্ডের কিছু যুবক। অভিযোগ, সেই সময় ১৭ নম্বর ওয়ার্ড সদর বক্সি লেনের কিছু যুবক এসে তাঁদের বাধা দেয়। এই নিয়ে বচসায় জড়িয়ে পড়ে দুই পক্ষ। এরপর তখনকার মতো পরিস্থিতি মিটেও যায়।
ফুটপাতের দখল নিয়ে উত্তেজনা হাওড়া ময়দানে Chaos over occupation of footpaths at Howrah Maidan
আজ ফের শুক্রবার সকালে চৌকি পেতে দোকান বসানোর তোড়জোড় শুরু হতেই সদর বক্সি লেনের কিছু মহিলা এসে সেখানে ঝামেলা করেন বলে অভিযোগ। দোকান বসানো নিয়ে বাধা পেয়ে এই নিয়ে ফের নতুন করে গণ্ডগোল হয়। পরে হাওড়া থানার পুলিশ এসে সব দোকান তুলে দেয়। যে দুই পাড়ার যুবকদের মধ্যে গণ্ডগোল, এরা সকলেই শাসকদলের কর্মী-সমর্থক বলেই জানা গেছে। তবে এর সঙ্গে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বা রাজনৈতিক বিষয় জড়িত নেই বলেই সূত্রের খবর।
——-
Published by Subhasish Mandal