Saturday, October 26, 2024
Homeরাজ্যদক্ষিণ ২৪ পরগণাRare disease ‘Wells Syndrome’ জয়নগরে ‘ওয়েলস সিনড্রোমে’র সংক্রমণ! চিকিৎসকের তৎপরতায় বিরল রোগ...

Rare disease ‘Wells Syndrome’ জয়নগরে ‘ওয়েলস সিনড্রোমে’র সংক্রমণ! চিকিৎসকের তৎপরতায় বিরল রোগ থেকে প্রাণে বাঁচলেন বছর ৫৬-র ব্যক্তি

শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা : Rare disease ‘Wells Syndrome’ জয়নগরে বিরল রোগ ‘ওয়েলস সিনড্রোম’-এর সংক্রমণ। বছর ৫৬-র এক ব্যক্তির শরীরে এই সংক্রমণ ধরা পড়ার পর আপাতত চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ ওই ব্যক্তি। মূলত ইঁদুরের মূত্র থেকেই এই রোগ ছড়ায়। ২০০৬ সালের পর জয়নগরে প্রথম এই রোগটি ধরা পড়েছিল। তারপর ১৫ বছর পর ফের ‘ওয়েলস সিনড্রোম’-এর সংক্রমণ।

গত ২৯ ডিসেম্বর জ্বর ও গায়ে ব্যথা নিয়ে জয়নগরের এক নার্সিংহোমে আসেন রায়দিঘি জটার দেউলমাঝের বাসিন্দা প্রদীপ নস্কর। চিকিৎসক অশোক কাণ্ডারী তাঁকে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি রক্তের নমুনা সংগ্রহ করে কিছু ওষুধপত্র দিয়ে ছেড়ে দেন। এরপর ৩০ ডিসেম্বর ওই ব্যক্তি বাড়িতে সংজ্ঞাহীন হয়ে পড়লে বাড়ির লোকজন ফের ওই চিকিৎসকের কাছে নিয়ে আসেন। এরপর চিকিৎসক ওই ব্যক্তির চিকিৎসা করতে গিয়ে দেখেন একদিনে রোগীর শরীরে বিস্তর পরিবর্তন এসেছে। কিডনির সমস্যায় ইউরিন বন্ধ হয়ে গিয়েছে, রক্তে বিলুরুবিনের মাত্রা বেড়ে গিয়েছে এবং শ্বাসকষ্ট হচ্ছে। রোগীর এইসব উপসর্গ দেখে বিরল রোগ ‘ওয়েলস্ সিনড্রোম’ সংক্রমণের আশঙ্কা করেন এবং সাথে সাথে ওই রোগের চিকিৎসাও শুরু করে দেন চিকিৎসক অশোক কাণ্ডারী। এসময় শরীরে রক্তের ঘাটতি থাকায় প্রায় ২২ ইউনিট রক্তও দিতে হয় রোগীকে।

জয়নগরে ‘ওয়েলস সিনড্রোমে’র সংক্রমণ Rare disease ‘Wells Syndrome’

আরও পড়ুন : Pneumonia disease নিউমোনিয়া সম্পর্কে সতর্কতা

চিকিৎসা চলাকালীন প্রদীপ নস্করের রক্তের নমুনা মুম্বইয়ে পাঠানো হয় পরীক্ষার জন্য। রিপোর্ট আসলে দেখা যায় ‘ওয়েলস্ সিনড্রোম’ পজিটিভ প্রদীপবাবু। এ বিষয়ে চিকিৎসক অশোক কাণ্ডারী জানান, ‘ওয়েলস্ সিনড্রোম একটি রেয়ার কেস। আমেরিকায় বছরে ৪০ থেকে ৮০ জন এই রোগে আক্রান্ত হয়। মূলত ইঁদুরের মূত্র থেকেই এই রোগ ছড়ায়। ২০০৬ সালে জয়নগরে প্রথম এই রোগে আক্রান্ত হয়েছিলেন এক ব্যক্তি। ১৫ বছর পর আবার পাওয়া গেল। এই রোগ থেকে মানুষকে সচেতন থাকতে হবে।’

বর্তমানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বছর ৫৬-র প্রদীপ নস্কর। ওয়েলস সিনড্রোম রোগে আক্রান্ত রায়দিঘির বাসিন্দা প্রদীপবাবুর মেয়ে চিকিৎসক অশোক কাণ্ডারীর চিকিৎসায় খুশি। তিনি জানান, ‘বাবাকে চিকিৎসক অশোক কাণ্ডারীর কাছে না আনলে হয়তো বাঁচাতেই পারতাম না।’ Rare disease ‘Wells Syndrome’

আরও পড়ুন : Encounter At Jammu Kashmir নিরাপত্তা বাহিনী-জঙ্গি সংঘর্ষে হত এক জঙ্গি, শহিদ পুলিশকর্মী-সহ আহত পাঁচ

——-
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular