Sunday, November 24, 2024
HomeWorld'Was Told 1.5 Hours Before That I Won't be The ODI Captain',...

‘Was Told 1.5 Hours Before That I Won’t be The ODI Captain’, নেতৃত্ব ছাড়তে আমাকে দেড় ঘন্টা আগে জানানো হয়েছিল : বিরাট,

নেতৃত্ব ছাড়তে আমাকে দেড় ঘন্টা আগে জানানো হয়েছিল : বিরাট,

রোহিতের সঙ্গে কোনও দ্বন্দ্ব নেই।

দঃআফ্রিকা সফরে যাওয়ার আগে বিস্ফোরক বিরাট কোহলি।

সৌরভ-জয় শাহের বোর্ডের সঙ্গে বিরাট সংঘাত এবার প্রকাশ‍্যে চলে এলো। একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব হারানোর পর বুধবার প্রথম মুখ খূললেন বিরাট। ভার্চুয়াল সাংবাদিক বৌঠকে তিনি তিনটি ব‍্যাপার পরিস্কার করে দিলেন।

১) একদিনের ক্রিকেট থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার আগে তাঁকে দেড় ঘন্টা আগে জানানো হয়েছিল।

২) টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়ার কথা যখন বোর্ডকে জানিয়ে ছিলেন তখন বোর্ডের তরফ থেকে তাঁকে অধিনায়ক হিসেবে থেকে যাওয়ার জন‍্য কিছুই বলা হয়নি।

৩) দক্ষিণ আফ্রিকায় একদিনের ক্রিকেট সিরিজ তিনি খেলবেন না, এমন কথা কখনও বলেননি।

তাঁর এই বক্তব‍্য শোনানোর মধ‍্যে দিয়ে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলিকে ঘুরিয়ে মিথ‍্যেবাদী প্রমাণ করার চেষ্টা করলেন বিরাট কোহলি। কিছুদিন আগে সৌরভ সংবাদ মাধ‍্যমে জানিয়েছিলেন, সাদা বলের ক্রিকেট নেতৃত্ব থেকে পুরোপুরি সরানোর আগে বিরাটকে ৪৮ ঘন্টা আগেই জানানো হয়েছিল। তাছাড়া টি-২০ ক্রিকেটের অধিনায়কত্ব যাতে না ছাড়েন তার জন‍্য নাকি বিরাটকে অনুরোধও করেছিলেন সৌরভরা। এদিন সাংবাদিক সম্মেলন করে সৌরভের দাবি খারিজ করে দিয়েছেন বিরাট কোহলি।

বিরাট বলেন,”বোর্ডের সঙ্গে কথা হয়েছিল। আমি জানিয়েছিলাম টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়তে চাই।কি কারণে ছাড়তে চান তাও জানিয়েছিলাম বোর্ডকে। ওরা সেটা মেনে নেয়। সেখানে পদে থেকে যাওয়ার জন‍্য কেউ কিছু বলেনি। বরং আমাকে বলা হয়েছিল এটা খুবই ইতিবাচক পদক্ষেপ। অবশ‍্য সেই সময় জানিয়েছিলাম টেস্ট এবং এক দিনের ক্রিকেটে আমি অধিনায়কত্ব করব। আমার দিক থেকে আমি পরিষ্কার ছিলাম। কিন্তু বোর্ডের কর্মকর্তারা এবং নির্বাচকরা বোধ হয় অন্যরকম ভেবেছিলাম। তারা মনে করেছেন এক দিনের ক্রিকেটে আমার অধিনায়কত্ব করার প্রয়োজন নেই। আমি আইসিসি টুর্নামেন্টের কোনও ট্রফি দিতে পারিনি। তাই হয়তো যোগ্যতা হারিয়েছি।বোর্ডের যুক্তি ঠিক আছে। আমি মেনে নিয়েছি।’’

 

বিরাটের কথায়,”নির্বাচক কমিটির বৈঠকের দেড় ঘণ্টা আগে আমাকে ফোন করে বলা হয়, আমাকে একদিনের ক্রিকেটে অধিনায়ক রাখা হচ্ছে না। তার আগে আমার সঙ্গে কোনওরকম আলোচনা হয়নি। একই সঙ্গে আপনাদের আশ্বস্ত করতে চাই, আমার কোনও মন্তব‍্য বা কোনও পদক্ষেপ কখনও ভারতীয় ক্রিকেটের ক্ষতি হবে না।”

সেই সঙ্গে বিরাট জানিয়ে দেন,দক্ষিণ আফ্রিকায় একদিনের ক্রিকেটে  খেলবেন না বলে যে কথা উঠছে তা ঠিক নয়। ছুটির জন্য আবেদন করেননি।

তবে রোহিত শর্মা অধিনায়ক হওয়ায় তাঁকে সবরকম সহযোগিতা করার বার্তা দিলেন কোহলি। রোহিতের সঙ্গে যে তাঁর কোনও দ্বন্দ্ব নেই তাও ফের পরিষ্কার করে দেন। গত ২-৩ বছর ধরে এই কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছেন। একইসঙ্গে কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও পূর্ণ সহযোগিতা করে কাজ করতে চান জানান কোহলি।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular