ইন্ডিয়া নিউজ বাংলা, ডিজিটাল ডেস্ক : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরোধিতায় দেশজুড়ে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মী ও আধিকারিকদের সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস বা ইউএফবিইউ। দু’দিনব্যাপী ধর্মঘটের ফলে দেশজুড়ে ব্যাপক প্রভাব পড়বে ব্যাঙ্ক পরিষেবায়, তা আর বলার অপেক্ষা রাখে না। প্রভাব পড়তে পারে এটিএম পরিষেবাতেও। তবে চালু থাকবে ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা। এ প্রসঙ্গে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের সম্পাদক সঞ্জয় দাস জানিয়েছেন, ‘রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারি হাতে গেলে তা অর্থনীতির পক্ষে খারাপ হবে। তারই প্রতিবাদে গোটা দেশের পাশাপাশি এ রাজ্যেও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রায় ৮ হাজার শাখা এবং বেসরকারি ও বিদেশি ব্যাঙ্কের ১ হাজার ৫০০ শাখা বন্ধ থাকবে।’
ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের ডাকে বেসরকারিকরণের বিরুদ্ধে দেশজুড়ে মোট নয়টি ব্যাঙ্ক ইউনিয়ন দু’দিনের ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে। ব্যাঙ্কগুলি হল, ইন্ডিয়ান ন্যাশনাল ব্যাঙ্ক অফিসার্স কংগ্রেস, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন, ন্যাশনাল কনফেডারেশন অব ব্যাঙ্ক এমপ্লয়িজ, অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান ন্যাশনাল ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন, ন্যাশনাল অর্গানাইজেশন অফ ব্যাঙ্ক ওয়ার্কার্স, ন্যাশনাল অর্গানাইজেশন অব ব্যাঙ্ক অফিসার্স এবং ব্যাঙ্ক এমপ্লয়িজ কনফেডারেশন অব ইন্ডিয়া। অন্যদিকে করোনা মহামারীর সময়ে ধর্মঘট থেকে বিরত থাকার জন্য ব্যাঙ্ক ইউনিয়নগুলিকে আবেদন করেছে দেশের বৃহৎ ব্যাঙ্কিং সংস্থা ভারতীয় স্টেট ব্যাঙ্ক।
Published by Subhasish Mandal