Saturday, November 9, 2024
Homeওয়েস্ট বেঙ্গলRobbery of gold ornaments at Amdanga Kali temple করুণাময়ী কালী মন্দিরে দুঃসাহসিক...

Robbery of gold ornaments at Amdanga Kali temple করুণাময়ী কালী মন্দিরে দুঃসাহসিক চুরি, বিক্ষোভ গ্রামবাসীদের

উষ্ণীষ ঘোষ, বারাসত, ইন্ডিয়া নিউজ বাংলা : শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী আমডাঙা করুণাময়ী কালী মন্দিরে দুঃসাহসিক চুরি। মন্দিরের জানালা ভেঙে বিগ্রহের স্বর্ণালংকার-সহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করল দুষ্কৃতীরা। যার আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা। করুণাময়ী কালী মন্দিরে চুরির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। দোষীদের গ্রেফতারের দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান ও রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে আমডাঙা থানার পুলিশ পৌঁছে অবস্থা নিয়ন্ত্রণে আনে।

কালী মন্দিরে দুঃসাহসিক চুরি (Robbery of gold ornaments at Amdanga Kali temple)

আমডাঙা থানার কয়েকশো মিটারের মধ্যেই এই করুণাময়ী মন্দির। মন্দিরে সিসিটিভি ও রাইফেলধারী পুলিশ নিরাপত্তার দায়িত্ব থাকা সত্ত্বেও কীভাবে এই চুরি হল তা নিয়ে ধন্দ্বে মন্দির কর্তৃপক্ষ।  মন্দিরের নিরাপত্তায় প্রতিদিন আমডাঙা থানা থেকে দুজন করে রাইফেলধারী পুলিশ মোতায়েন থাকে। অন্যান্য দিনের মতো শনিবারও সেই নিরাপত্তা দায়িত্বে ছিলেন পুলিশকর্মীরা।

স্থানীয় বিধায়ক রফিকুর রহমান জানান, ‘মায়ের বিগ্রহ স্পর্শ করলেই সাইরেন বা বিপদধ্বনি বেজে ওঠার কথা। কিন্তু কোন অদৃশ্যকারণে সেই সাইরেন নিষ্ক্রিয় থাকল সেটাও খতিয়ে দেখতে হবে পুলিশকে।’ বিধায়ক নিজেই এ ঘটনায় আমডাঙা থানার পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। এরপরেই বিধায়কের অনুগামীরা মন্দিরের বর্তমান পরিচালন কমিটির বিরুদ্ধে মূল ফটকের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। গোটা ঘটনার তদন্তে নেমেছে আমডাঙা থানার পুলিশ।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

——–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular